Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবি কর্মচারীর চার লাখ টাকার ব্যাংক জালিয়াতি

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৮, ১৯:৫৬

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক কর্মচারী ব্যাংকের রসিদ জাল করে চার লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয়ের সময় ধরা পড়েছেন। মো. মাজেদুল ইসলাম নামে ওই কর্মচারী মার্কেটিং বিভাগের সিনিয়র স্টাফ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মাজেদুলের শ্বশুর মো. গিয়াস উদ্দিনের নামে চার লাখ টাকার সঞ্চয়পত্র কেনার জন্য অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় টাকা জমা দেয়ার কথা ছিল। ওই কর্মচারী টাকা জমা না দিয়ে ব্যাংকের নকল রসিদ ডাকঘরে জমা দিয়ে সঞ্চয়পত্র নিয়ে নেন। বিকেলে ডাকঘরের কর্মকর্তারা হিসাব মেলানোর সময় চার লাখ টাকার গড়মিল ধরা পড়ে।

পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সহায়তায় মাজেদুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি জালিয়াতির কথা স্বীকার করে লিখিত জবানবন্দী দেন। পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় টাকা জমা দেয়ার মুচলেকা নিয়ে তার স্ত্রী জেসমিন ও শ্বশুরের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ডাকঘরের সাব পোস্ট মাস্টার কল্যাণী রাণী সাহা জানান, টাকা জমা দেয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন জানান, ডাকঘরের উপর বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা নেই। ডাকঘর থেকে যখন আমাদেরকে লিখিত অভিযোগ জানানো হবে তখন তার বিরুদ্ধে সরকারি কর্মচারীর শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

ঢাকা, ১৯ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ