Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাবিপ্রবিতে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি পালিত

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৮, ০৩:৫৪

হাবিপ্রবি লাইভ: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এ স্লোগান নিয়ে ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেমের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রশাসনিক ভবন চত্তরে বিচিত্র বকুল গাছের একটি চারা রোপন করেন।

এ সময় ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, নির্মল প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেকেই বেশি করে বৃক্ষ রোপণ করার আহ্বান জানান তিনি। উলে­খ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৩০ লক্ষ শহীদ স্মরণে ৩০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ১৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ