Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবির ৫৭ বছর পূর্তি উদযাপন ২২ জুলাই

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৮, ০৩:৫৭

বাকৃবি লাইভ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গৌরবের ৫৭ বছর উদযাপন উপলক্ষে অ্যালামনাইদের রেজিস্ট্রেশন শেষ সময় আগামী ১৬ জুলাই। বাকৃবির ৫৭ বছর উদযাপন ও হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।

অনুষ্ঠানের তথ্য ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আখতার হোসেন চৌধুরী ও সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

বাকৃবির ৫৭ বছর উদযাপন অনুষ্ঠানটি আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে (bauaa.org.bd) গিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানা যায়।

এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) অফিস, কৃষিবিদ ইনস্টিটিউশন, প্রতি অনুষদের শিক্ষক প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়স্থ বিপুল ফটোস্ট্যাট থেকেও ফরম নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রাক্তন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। অনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি ও ফিসহ যাবতীয় তথ্য দেয়া আছে।


ঢাকা, ১৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ