Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে জেনেটিক বিভাগের যুগপূর্তি উৎসব

প্রকাশিত: ২ ডিসেম্বার ২০১৬, ০৫:১৮

 



শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের তিনদিনব্যাপী যুগপূর্তি উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুগপূর্তি উৎসবের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ছাড়া বর্তমান বিশ্বে কোন দেশের উন্নতির চরম শিখরে ওঠা সম্ভব নয়। কারণ, আমাদের এ দেশ অনেক ছোট; কিন্তু জনসংখ্যা বেশী। যদি এ জনসংখ্যাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা শীর্ষে যেতে পারবো। তবে এ ক্ষেত্রে জিইবি বিষয়ে পাশ করা গ্রেজুয়েটদের ভূমিকা রাখতে হবে।

জিইবির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমরাই পাইওনিয়র এবং একদিন সবাই তোমাদের খুঁজবে। কারণ তোমাদের ছাড়া ইন্ড্রাস্ট্রি চলবে না। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমাদেরকে তাদের প্রয়োজন হবে।

সভাপতির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর সাথে একমত পোষণ করে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গবেষণা ও চর্চার মাধ্যমে জ্ঞানকে জীবনের কাছাকাছি নিতে হবে। প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে দেশের মানুষের জীবনমান আরো উন্নত করার ক্ষেত্রে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, স্বাগত বক্তব্য রাখেন জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন যুগপূর্তি উৎসবের আহবায়ক সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেনিথ ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ড. মো. বেলাল উদ্দীন আহমেদ, স্টার লাইন গ্রুপের পক্ষ থেকে প্রফেসর সন্তোষ রঞ্জন দাস, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের প্রধান ড. মাহমুদ আহমেদ এবং জিইবি বিভাগের ১ম ব্যাচের ছাত্র ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাহমুদুল হাসান।


শাবি, ০১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ