Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাককানইবির ট্রেজারার অব্যাহতি, নতুন নিয়োগ

প্রকাশিত: ৩ জুলাই ২০১৮, ০০:২৫

জাককানেইবি লাইভ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার আনন্দ মোহন কলেজের সাবেক প্রফেসর এএমএম শামসুর রহমানকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো: জালাল উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়। সেই সাথে প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে জালাল উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো: হুমায়ুন কবীর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১২ (১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো: জালাল উদ্দিনকে ট্রেজারার পদে আগামী চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর শামসুর রহমান রাষ্ট্রপতিকে মামা পরিচয় দেওয়া, নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে প্রায় আট মাস যাবত ক্যাম্পাসে আসছেন না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একাধিকবার শোকজ করেছেন বহিস্কৃত সাবেক এই ট্রেজারারকে।

 


ঢাকা, ০২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ