Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে আন্দোলনকারীদের ছাত্রলীগের বাধা

প্রকাশিত: ১ জুলাই ২০১৮, ২২:৩৬

শাবি লাইভ: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক নাসির উদ্দিনকে আটকে রাখার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছত্রলীগের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি তারিকুল ইসলাম তারেক এবং সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারীরা নাসির উদ্দিনকে আটকে রেখেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ শাবি শাখার নেতারা।

অভিযোগের সময় আন্দোলনকারীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী সকাল ১১টার সময় বিশ্ববিদ্যালয় কেন্দ্র্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধনের জন্য আমাদের দাঁড়াতেই দেইনি ছাত্রলীগের নেতাকর্মীরা।

একপর্যায়ে তারা সাধারণ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ককে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। এবং আমাদের মানববন্ধনের ব্যানার ছিড়ে ফেলে। এ দিকে কোটা সংস্কার আন্দোলনের এক নেতা বলেন, মানববন্ধন শেষে হলে ফেরার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ শাবি শাখার যুগ্ম আহ্বায়ক এন এইচ নোমান খোন্দকারকে তুলে নিয়ে শাহপরান হলের ১২১ নম্বর কক্ষে আটকিয়ে রাখে।

এ বিষয়ে শাবি ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন বলেন, কোটা সংস্কার আন্দোনকারীদের কাউকে বাঁধা দেওয়া হয়নি। তাদেরকে সরে যেতে বলা হয়েছিল। তারা আমাদের কথা রেখে সরে গিয়েছিল।

 

 


ঢাকা, ১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)/এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ