Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন

প্রকাশিত: ৯ জুন ২০১৮, ০৯:৪৮

তৌসিফ জিয়াত : এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। চলছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি। স্বপ্নের ক্যাম্পাসে চান্স পেতে চলছে পড়াশোনা। চলুন জেনে নেয়া যাক বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য কত আসন রয়েছে আপনার স্বপ্নের ক্যাম্পাসে :

বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা : ২৬ হাজার ২৪৫টি।

মেডিকেলে আসন সংখ্যা : ৩ হাজার ২৩১টি।
ডেন্টালে আসন সংখ্যা : ৫৩২টি।
১. বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (BUET) আসন ১ হাজার ৫০টি।

২. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (KUET) আসন ১ হাজার ৫টি।

৩. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (RUET) আসন ১ হাজার ১১৫টি।

৪. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (CUET) আসন ৭০০টি।

৫. ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (IUT) আসন Regular Scheme ১১০টি; Self-Financed Scheme : ২৭০টিসহ মোট ২৮০টি।

৬. মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে (MIST) আসন ৫৯৫টি।

৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ে A UNIT এ আসন ১হাজার ৭৪০টি।

৮. BUTEX এ আসন ৫২০ টি।

৯. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে A UNIT এ আসন ২৭৪ + ১৮০ = ৪৫৪টি।
D UNIT এ আসন ২০৫ + ১৪৫ = ৩৫০টি। H UNIT এ আসন ছেলে ২৭ + মেয়ে ২৩ = ৫০টি।

১০. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে A Unit এ আসন ১০০টি।

১১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের A Unit এ আসন ৮২৫টি।

১২. খুলনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল E Unit এ আসন ৩৩৮টি। বিজ্ঞান ও জীব বিজ্ঞান স্কুল L Unit এ আসন ৩২৫টি।

১৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে A unit (বিজ্ঞান অনুষদ) আসন ৪৭০টি।
F1 UNIT (জীববিজ্ঞান অনুষদ) আসন ৪২৯টি। G UNIT (ইঞ্জিনিয়ারিং অনুষদ) আসন ১১০টি। H UNIT এর আসন ২৫ টি। I UNIT এর আসন ৯০টি।
J UNIT এর আসন৭০ টি।

১৪. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে C ইউনিট (বিজ্ঞান অনুষদ) এ আসন ৬৬০টি।
F ইউনিট (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) আসন ৪৪৫ টি। G ইউনিটে (কৃষি অনুষদ) আসন ২১২টি। H ইউনিটে (প্রকৌশল অনুষদ) আসন ২৭২টি।

১৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে B ইউনিট এর আসন ১২০টি।

১৬. বরিশাল বিশ্ববিদ্যালয় ক ইউনিটের আসন ৫১০টি।

১৭. ইসলামী বিশ্ববিদ্যালয়ে D ইউনিটে আসন ১৩৫ টি। E ইউনিটে আসন ১৩৫ টি
F ইউনিটে আসন ১০০টি।

১৮. কুমিল্লা বিশ্ববিদ্যালয় A ইউনিটে আসন ৭৯০টি।

১৯. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে D ইউনিটে আসন ২৪০টি। E ইউনিটে আসন ৮০টি।

২০. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (SUST) আসন ৮৩৫টি।

২১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (BSMRSTU) A ইউনিটে আসন ১৪০টি। B ইউনিটে ১৯০ টি আসন। C ইউনিটে ২৬০টি আসন রয়েছে।

২২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (MBSTU) A ইউনিটে আসন ১৭০ টি। B ইউনিটে ২৯৫টি, C ইউনিটে আসন ২৩০টি।

২৩. পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে A ইউনিটে আসন ৪৬৮টি, C ইউনিটে ৬৬ টি আসন।

২৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (NSTU) A ইউনিটে আসন ২৪০টি।B ইউনিটে ৪২০টি আসন।

২৫. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে A ইউনিটে আসন ৬০৫ টি, B ইউনিটে ২১০ টি, D ইউনিটে ২২০ টি, E ইউনিটে ৩৫ টি ও F ইউনিটে আসন ৩১০টি।

২৬. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় A1-A2 ইউনিটে আসন ২৫৩টি, ও B
ইউনিটে ২৬০টি আসন।

২৭. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় A ইউনিটে আসন ২০০টি, B
ইউনিটে ১৬০টি ও C ইউনিটে আসন ১৭৫টি।

২৮. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে A ইউনিটে আসন ৫০ টি।

২৯. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (BAU) আসন ১ হাজার ২০০ টি।

৩০. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন ৫১৫ টি।

৩১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (BSMRAU) আসন ৩১০টি।

৩২. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন ৩৭৪টি।

৩৩. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে আসন ২১০টি।

তবে কিছু বিশ্ববিদ্যালয়ে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটিতে কিছু বিভাগ বাড়ানো হয়েছে তাই অাসনে কিছুটা পরিবর্তন থাকতে পারে।

Taosif Jiat
Dept. Of Applied Mathematics
University of Dhaka

ঢাকা, ০৯ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ