Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির মামলায় আসামি যারা

প্রকাশিত: ২৮ নভেম্বার ২০১৬, ২৩:০৪

 



শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতি চেষ্টার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়েরে রাজি না হওয়ায় শনিবার রাতে জালালাবাদ থানার এসআই দিবাংশু পাল বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।

পাবলিক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আটক ৮ জন ছাড়াও গুগল কোচিং সেন্টারের সম্পৃক্ত পলাতক আরো দুজনকে আসামি করা হয়েছে।

মামলার আসামির মধ্যে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ইশরাত ইমতিয়াজ হৃদয় এবং জালিয়াতি চক্রের সঙ্গে আরো ৫ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের আরেক সহযোগী।

শনিবার সকাল ৮টায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিনকে আটক করে পুলিশ। এর আগে কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৬টি ডিভাইসযুক্ত ১৬টি ক্যালকুলেটরসহ জালিয়াতি চক্রের আরো ৭ সদস্যকে আটক করা হয়।


শাবি, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ