Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাককানিবি-তে “ঘ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ নভেম্বার ২০১৬, ০০:১৬

 




জাককানিবি লাইভ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানিবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে রবিবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঘ-ইউনিটে ৭ টি বিভাগ: অর্থনীতি বিভাগ, লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ, আইন ও বিচার বিভাগ, ফোকলোর বিভাগ, নৃ-বিজ্ঞান বিভাগ, পপুলেশন সায়েন্স বিভাগ ও স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগ বিভাগ রয়েছে।

রবিবার সকাল ১১টা হতে বিজোড় রোল নম্বরধারী এবং বেলা ৩টা হতে জোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ঘ’ ইউনিটে মোট আবেদন পড়েছিল ১১৮৮৬ টি আর আসন সংখ্যা ৪২০। মোট পরীক্ষার্থীর উপস্থিতির হার শতকরা প্রায় ৯০ জন।

‘ঘ’ ইউনিটের পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। এসময় তাঁর সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মুশাররাত শবনম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: মাহবুব হোসেন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বিজয় ভূষণ দাস, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা এবং প্রক্টর ড. মো: জাহিদুল কবীর।  

এদিকে শনিবার অনুষ্ঠিত ‘গ’ ইউনিটের ফল গতকালই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu তে প্রকাশ করা হয়।


ঢাকা, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ