Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে ছাত্রলীগের কমিটি নিয়ে সংবাদ : তিন নেতার ব্যাখ্যা

প্রকাশিত: ২৭ নভেম্বার ২০১৬, ১৬:১৭

লাইভ প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি নিয়ে ক্যাম্পাসলাইভে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ছাত্রলীগের ৩ নেতা। তারা আসন্ন কমিটিতেও পদ প্রত্যাশী। রাজনৈতিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

জাবিতে চোর-অস্ত্রবাজ-অছাত্রদের লবিং শিরোনামে সংবাদটির দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সংবাদটি উদ্দেশ্যপ্রণেদিত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তারা।

এক প্রতিবাদলিপিতে জাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দ বলেন, সংবাদের বলা হয়েছে, ২০১৩ সালে মুরশিদুর রহমানের রুম থেকে ৯ এম এম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভুল তথ্য। ওই দিন আমার রুম ৩০৩ থেকে অস্ত্র পাওয়া যায়নি। অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় ১০৮ নং কক্ষ থেকে পাওয়া গিয়েছিল এবং আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। পরে মহামান্য আদালত কর্তৃক আমাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

ছবি : বাঁ থেকে মোর্শেদুর রহমান, আরিফুর রহমান ও মিঠুন কুমার কুণ্ডু

 

অন্য এক প্রতিবাদলিপিতে জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, বলেন সংবাদে আমাকে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের সদস্য বলে আখ্যায়িত করা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে আমাকে ছাত্রদল থেকে ছাত্রলীগের অনুপ্রবেশকারী বলেও অভিহিত করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণেদিত।

এ ছাড়াও ছাত্রদলের সভাপতি সোহেল রানার সঙ্গে আমার সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে। সংঘর্ষের ব্যাপারেও আমাকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো। হয়েছে। ওই সংঘর্ষের পর ছাত্রত্ব হারালেও হাইকোর্টের নির্দেশে আমি ছাত্রত্ব ফিরে পেয়েছি। ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে ছাত্রদলের সঙ্গে কোন প্রকার সংশ্লিষ্টতা তার নেই বলে দাবি করেছেন তিনি।
 
জাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুণ্ডু এক প্রতিবাদলিপিতে বলেন, হিরোইন সেবন এবং গাঁজা চাষের সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই। এছাড়াও ছাগল চুরির ঘটনায় তাকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে। উক্ত সংবাদের তার আমার রাজনৈতিক জীবনের সুনাম ক্ষুন্ন হয়েছে।



ঢাকা, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ