Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাককানইবিতে ভর্তি জালিয়াতি: ঢাবি শিক্ষার্থীর জেল

প্রকাশিত: ২৭ নভেম্বার ২০১৬, ০১:১৮

জাককানইবি লাইভ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার দুটি সিফ্টে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘গ’ ইউনিটে মোট আবেদন পড়েছিল ৫৬০৩ টি আর আসন সংখ্যা ১৮০। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৫৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। উপস্থিতির হার শতকরা ৮১.৫০ জন।

সকাল শিফ্টে একজন ভুয়া পরীক্ষার্থীকে কলা ভবনের ৪১৭ নম্বর কক্ষ হতে আটক করা হয়। তার নাম- শ্রী অমিতাব জোয়ার্দ্দার, পিতা- অমল জোয়ার্দ্দার, গ্রাম- রামনগর, পোস্ট- কাসুন্দী, থানা ও জেলা- মাগুরা। তার রোল নম্বর- ৪৪৮১। তার স্বীকারোক্তিতে জানা যায়, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ (সম্মান) শ্রেণীর ২০০৮-২০০৯ সেশনের একজন ছাত্র।

তাকে ভুয়া বলে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সে তার দোষ স্বীকার করে। ভ্রাম্যমান আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে।

বিকাল শিফ্টেও একজন ভুয়া পরীক্ষার্থীকে বিজ্ঞান ভবনের ৩০৯ নম্বর কক্ষ হতে আটক করা হয়। তার রোল নম্বর- ১৫৮৮। তার নাম- জুয়েল হাসান, পিতা- আব্দুল ওহাব, গ্রাম- আরিফপুর, পোস্ট- রামমোহন বাজার, থানা- বরুড়া, জেলা- কুমিল্লা। তাকে ভুয়া বলে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সে তার দোষ স্বীকার করে। ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

ঢাকা, ২৬ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 

 

 

 

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ