Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবি ছাত্রলীগের কমিটিতে চোর-অস্ত্রবাজ-অছাত্রদের লবিং (ভিডিও)

প্রকাশিত: ২৬ নভেম্বার ২০১৬, ০৬:২৩

 

শারমিন রহমান, জাবি: দীর্ঘ চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হতে যাচ্ছে। এ নিয়ে চলছে জোর লবিং। চলছে নানামুখি তদবির। আগ্রহী প্রার্থীরা নেতা-নেত্রীদের বাসা-বাড়িতে ছুটছেন তদবিরের জন্যে। তাদের ঘুম হারাম। কমিটিতে স্থান পেতে দাগী আসামি, চাঁদাবাজ, অস্ত্রধারি, অনুপ্রবেশকারীরা হন্যে হয়ে ছুটছে।

আগামী ১ ডিসেম্বর কাউন্সিলের মাধ্যমে সদস্যদের ভোটে নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় কমিটি। নেতৃত্বে আসতে সর্বোচ্চ লবিং করে যাচ্ছেন পদ প্রত্যাশীরা। তবে বিতর্করাও পিছু ছাড়ছে না।

একাধিক সূত্রে জানা গেছে এবারের কমিটিতে স্থান পেতে ছাগল চোর, অস্ত্র মালার আসামি, অছাত্র, অনুপ্রবেশকারী এবং আজীবন বহিষ্কৃতরাও প্রার্থী হয়েছেন।

তবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ক্যাম্পাসলাইভকে জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই সংগঠনে কোন বিতর্কিত ছাত্রকে স্থান দেয়া হবেনা।

তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমত সবধরনের চেষ্টা করবো কোন বিতর্কিত লোক যাতে কমিটিতে আসতে না পারে।

২০১৩ সালের মার্চে মোর্শেদুর রহমানকে অস্ত্রসহ গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ

 

তিনি আরও বলেন, আমরা সার্চ কমিটি গঠন করেছি। তারা দেখছেন কার বিরুদ্ধে কি অভিযোগ আছে। অভিযুক্ত ও মামলার আসামি কেউ এই সংগঠনের ইমেজ নষ্ট করুক এটা আমরা চাই না। আমাদের নেত্রীর নির্দেশ কেবল বঙ্গবন্ধুর আদর্শের সঠিক অনুসারীরাই নতুন কমিটিতে স্থান পাবে।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ক্যাম্পাসলাইভকে বলেন, বিতর্কিত ও অছাত্রদের কোন স্থান দেওয়া হবে না। আমরা আশা করছি মেধাবী ও নিয়মিত ছাত্রদেরকে নিয়ে নতুন কমিটি হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম নির্বাচিত হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন জানাতে গেলে তিনি পহেলা ডিসেম্বর কমিটি করার পরামর্শ দেন। এ সময় কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও জাবি ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মিঠুন কুণ্ডের অনুসারীরা হলে বসেই হেরোইন গ্রহন করছেন।

 

দায়িত্বশীল একটি সূত্র জানায়, এবারের কমিটিতে সভাপতি ও সম্পাদক প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বর্তমান কমিটির সহ-সভাপতি শুভাশীষ কুন্ডু টনি, আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল, উপ-অর্থ বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, আ ফ ম কামালউদ্দিন হলের সাধারণ সম্পাদক এনামুল হাসান ভূঁইয়া নোলক ও কর্মী আব্দুল্লাহ আল মামুন।

তবে এসব প্রার্থীর বেশিরভাগই ক্যাম্পাসে বিতর্কিত। সহ-সভাপতি আরিফুল ইসলাম মূলত জাবি ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে ছাত্রদল থেকে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। আরিফুল জাবি ছাত্রদলের বর্তমান সভাপতি সোহেল রানার এক সময়কার রুমমেট। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আম বাগান এলাকায় তারা যৌথভাবে বাসা নিয়ে থাকত। সেই থেকে ছাত্রদলের সাথে আঁতাত থাকায় বর্তমানে সে ছাত্রদলের প্রেসক্রিপশনে কাজ করে বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে ২০০৯ সালে ছাত্রলীগের দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ওই সংঘর্ষে আরিফ ছাত্রদল নেতাদের কথামতো রাম দা নিয়ে ছাত্রলীগের মূলধারার নেতাকর্মীদের উপর হামলা চালায়। পরে অপরাধী হিসেবে তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার হয়। তবে উচ্চ আদালত থেকে রিট পিটিশন করে ছাত্রত্ব ফিরে পান।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ৮ বছরের মধ্যে শিক্ষাজীবন সম্পন্ন করার যে শর্ত রয়েছে সে হিসেবে বর্তমানে আরিফের ছাত্রত্ব নেই। ক্যাম্পাসে তার অবস্থান ৯ বছর পার হয়েছে। ভিসির কাছে ২ মাসের বিশেষ অনুমতি নিয়ে ক্যাম্পাসে অবস্থান করলেও সেই অনুমতির মেয়াদ ৬ মাস আগেই শেষ হয়েছে। অবশ্য ক্যাম্পাসে সে নিজেকে সাবেক কেন্দ্রীয় সভাপতি একেএম এনামুল হক শামীম ও জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়ে থাকে। এতে এনামুল হক শামীম ও মেহেদী জামিলের ইমেজ ক্ষুন্ন হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের অনেকেই মন্তব্য করেছেন।

 

 

 

ছাগল চুরির দায়ে অভিযুক্ত মিঠুন। তার হলের সামনে গাঁজা চাষ

 

ছাত্রলীগের কমিটিতে আরেক শক্তিশালী প্রার্থী হচ্ছেন মিঠুন কুমার কুন্ডু। ২০১২ সালের জুলাই মাসে তিনি হলের পার্শবর্তী ইসলাম নগর এলাকা থেকে ছাগল চুরি করে হলে এনে ভুরিভোজ করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সেসময়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদও ছাপা হয়েছিল। এ ছাড়াও মিঠুন কুমারের বিরুদ্ধে হলে গাঁজা চাষেরও অভিযোগ রয়েছে। চলতি বছরের আগষ্ট মাসে চাষকৃত গাঁজা গাছের ছবিসহ সংবাদ প্রকাশিত হলে তাকে বাদ দিয়ে তার দুই জুনিয়রকে বহিষ্কার করা হয়। এছাড়া মিঠুনের বিরুদ্ধে রয়েছে হেরোইন সংশ্লিষ্টতার অভিযোগ।

 

২০০৯ সালের ৫ জুলাই ভয়াবহ সংঘর্ষের নায়ক আরিফুর রহমান

 

তার হলের জুনিয়রদের হেরোইন সেবনের দৃশ্য ইউটিউবে ছড়িয়ে পড়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়েল নিয়ম অনুযায়ী মিঠুনেরও ছাত্রত্ব শেষ হয়েছে আরো এক বছর আগে। তিনিও ভিসির বিশেষ অনুমতি ২ মাস অবস্থানের সুযোগ পান। যা ৬ মাস আগেই শেষ হয়েছে।

তাছাড়া সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোর্শেদুর রহমান আকন্দ। ২০১৩ সালে মোর্শেদের রুম থেকে নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। ওই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। অস্ত্র মামলায় জেলও খেটেছেন তিনি। বর্তমানে সেই মামলা বিচারাধীন রয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর শেষ করে এমফিল গবেষণা কোর্সে ভর্তি হয়েছেন। নিয়ম অনুযায়ী এমফিল গবেষকরা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র নয়।

এছাড়াও প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক দিদার হোসেন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ, মানববিষয়ক উপ সম্পাদক ফিরোজুর রহমান সবুজ, সহ-সম্পাদক তানভীর হাসান খান, অনিক কুমার দেবনাথ, মেহেদি হাসান রোমান, এস এম কিবরিয়া সাইমন, শহীদ রফিক-জব্বার হল সভাপতি নওশাদ আলম অনিক, আল বেরুনী হল (সম্প্রসারিত) সভাপতি সুমন সরকার, আ ফ ম কামালউদ্দিন হল সাধারণ সম্পাদক এনামুল হাসান ভূঁইয়া নোলক, সহ-সভাপতি ইউনুস আলী পরশ, মাসুদ ইউনুস সিফাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিমন, ফজিলাতুন্নেসা হল সাধারণ সম্পাদক খাদিজা ইয়াসমিন সুইটি, জাহানারা ইমাম হল শাখার সাধারণ সম্পাদক রুম্পা সরকার ও মীর মশাররফ হোসেন হল শাখার ছাত্রলীগকর্মী শামীম আহম্মেদ।

উল্লেখ্য, ২০১২ সালের সেপ্টেম্বর মাসে মাহমুদুর রহমান জনিকে সভাপতি ও রাজিব আহমেদ রাসেলকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে তারা ১৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এর হল ইউনিটগুলোর কমিটিও ঘোষণা করেন।

 

ভিডিও:

 

 

ঢাকা, ২৪ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ