Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবির ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর

প্রকাশিত: ২৪ নভেম্বার ২০১৬, ১৯:০৭

শাবিপ্রবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আর মাত্র দুই দিন পরেই আগামী ২৬ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস। ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য শিক্ষার্থীদের নানা বিষয় খেয়াল রাখতে হয়। এ বিষয় গুলো ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ।

ভর্তি পরীক্ষার দিনে করণীয়:
প্রত্যেক ইউনিটের জন্য ছাত্রছাত্রীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ২ কপি প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে ছবি সত্যায়িত করা লাগবেনা।

প্রবেশপত্রের জন্য www.sust.teletalk.com.bd ওয়েব সাইটে গিয়ে সংশ্লিষ্ট ইউনিটের USER ID এবং PASSWORD ব্যবহার করে প্রবেশপত্র প্রিন্ট অপশন থেকে প্রিন্ট নিতে হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের দিন পর্যন্ত প্রবেশ পত্র প্রিন্ট করা যাবে।

আসন বিন্যাস:
ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস। শাবি ক্যাম্পাসসহ সিলেট নগরের ৩৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস জানার জন্য শিক্ষার্থীরা www.sust.edu/admission/seat-plan এই ঠিকানায় গিয়ে জানতে পারবে। তাছাড়া যে কোন মোবাইল ফোনের মেসেজ অপশনের গিয়ে SUSTSEATPLANRoll-No লিখে ১৬২৪২ এ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে জানতে পারবে।

অনুসন্ধান:
কোন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার রোল নম্বর ভুলে গেলে যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SUST FORGOTROLL লিখে ১৬২৪২ এ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে পরবর্তী ধাপ অনুসরণ করলেই রোল নম্বর জানতে পারবে।

অনুমোদিত ক্যালকুলেটর: শাবির ভর্তি পরীক্ষায় অনুমোদিত ক্যালকুলেটর হলো:

1. CANON: F200, F401, F402, F500, F501, F502, F601, F602, F604, F612, F720

2. CASIO:FX82 SUPER, FX82MS, FX100MS, FX100 ES, FX100 ES PLUS, FX115MS, FX570MS, FX570ES, FX570 ES PLUS, FX570W, FX911MS, FX911S, FX991D, FX991ES, FX991 ES PLUS, FX991H, FX991MS, FX992S

3. SHARP: EL506L, EL506R, EL506V, EL509G, EL509L, EL509R, EL509V, EL510R, EL520G, EL520L, EL531GH, EL531LH, EL531P, EL531RH, EL531V, EL531VB, EL531VH, EL546G, EL546L, EL546R, EL546VA, EL553, EL556G, EL556L

4. TEXAS INSTRUMENTS:BA REAL ESTATE, BA35SOLAR, BAIIPLUS, TI 25STAT, TI 30 Challenger, TI 30X, TI 30XA, TI 30X SOLAR, TI-30XIIS, TI-30XIIB, TI 32 Xplorer PLUS, TI 34TI 35X, TI 36 SOLAR, TI 36X SOLAR

তথ্যের জন্য যোগাযোগ:
ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৪ (সকাল ১০টা-সন্ধ্যা ৬টা) হটলাইনে যোগাযোগ করা যাবে। অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission ভিজিট করেও নানা তথ্য জানতে পারবে।


ঢাকা, ২৪, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ