Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের মতবিনিময় সভা

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০১৬, ২১:০৮

বশেমুরবিপ্রবি লাইভ: দেশের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী ও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন হিসেবে খ্যাত বাংলাদেশ ছাত্রলীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী ও অারও বেশি কার্যকর করার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধুর পুণ্যভূমি গোপালগঞ্জে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সোমবার এক কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১টা নাগাদ পবিত্র আল কুরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ প্রাঙ্গনে এই মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভার সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম সুমন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ভিসি প্রফেসর ডঃ খোন্দকার নাসির উদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, আনোয়ার হোসেন আনু, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান, সাংগঠনিক সম্পাদক সজীব বিশ্বাস, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি অাব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রফিক) সহ সম্মানিত নেত্রীবৃন্দ।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও দেশ গঠনে বাংলাদেশ ছাত্রলীগের অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার।

উল্লেখ্য যে, গত ১৬ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বশেমুরবিপ্রবি’র ছাত্রলীগের আসন্ন কমিটিতে আগ্রহী প্রার্থীদের ২১ নভেম্বর জীবন বৃত্তান্ত প্রতিনিধি দলের নিকট প্রেরণের জন্য অনুরোধ করা হয়। এরই অংশ হিসেবে সভার প্রারম্ভে প্রতিনিধি দলকে `শান্তি, শিক্ষা, প্রগতি/ছাত্রলীগের মূলনীতি’ স্লোগানকে ধারণ করে শুভেচ্ছা মিছিলে ক্যাম্পাস ভরিয়ে রাখে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ, বশেমুরবিপ্রবি’র আগ্রহী প্রার্থীদল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা।

ঢাকা, ২৩, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ