Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবলিকিয়ানদের যা কিছু বাস্তব, চিরন্তন!

প্রকাশিত: ১০ মার্চ ২০১৮, ০৭:০৫

মুহিত আহমেদ জামিল : পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কিছুদিন পরপরই বেশিরভাগ পাবলিকিয়ানদের জীবন থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে যায়। সেটা হলো, 'শৃঙ্খলা'!

পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচলিত সবচেয়ে কমন প্রশ্নটা হলো, "কিরে, কী অবস্থা? ক্লাস আছে?"

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেউ কারো সঙ্গে কোন ধরণের বেয়াদবি বা কুতর্ক করলে, প্রথমেই দুইটা কমন প্রশ্ন জিজ্ঞেস করা হয়। প্রশ্ন দুইটা হল, "কোন ডিপার্টমেন্ট? কোন সেমিস্টার?"

পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচলিত সবচেয়ে জনপ্রিয় কয়েকটি শব্দ হলো, "ট্রিট, প্যারা, পেইন, লেইম, ভাব, লিজেন্ড, সেলিব্রিটি, ভুয়া, ক্রাশ!" জনপ্রিয় সম্বোধন, মামা আর ভাইয়া!

পাবলিক বিশ্ববিদ্যালয়ের জাতীয় খাবার হলো, খিচুড়ি। জাতীয় দোকান, টং। জাতীয় যানবাহন, বিআরটিসির লাল বাস। জাতীয় পোশাক, টিশার্ট। জাতীয় রেস্টুরেন্ট, ক্যান্টিন। আর জাতীয় আবাসস্থল, হল এবং মেস!

পাবলিক বিশ্ববিদ্যালয়ের জাতীয় গানগুলো হলো, গাঁজার নৌকা পাহাড়তলি যায় ও মিরা ভাই, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত খানা, আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল, নিথুয়া পাতারে... ইত্যাদি।

পাবলিকিয়ানদের সবচেয়ে বেশি ক্লিন এবং গর্জিয়াস আউটলুকে যেদিন পাওয়া যায় সেদিনকে, প্রেজেন্টেশন বা ভাইভা দিবস বলে। অনেকে আবার মুরগি দিবসও বলে!

পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচারদের সবচেয়ে কমন ডায়ালগ, "তোমাদের মত এতটা খারাপ ব্যাচ আমি আমার জীবনে আর একটাও দেখি নাই!"

পাবলিক বিশ্ববিদ্যালয়ের জাতীয় অর্জন, সেমিস্টার ফাইনালে সর্বোচ্চ সিজিপিএ পেয়ে লুকিয়ে লুকিয়ে আঁতেল ট্যাগ খাওয়া!

পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি সমালোচিত জিনিস হলো, র‍্যাগ (Rag)! সবচেয়ে বেশি ভয়ংকর শাস্তি, বহিষ্কার!

পাবলিকিয়ানদের নিয়মিত ক্লাস করার পেছনের গুপ্তরহস্যটা হলো, এ্যাটেনডেন্স মার্ক!

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি চুরি হয়, টার্ম টেস্ট পরীক্ষায়, সবচেয়ে বেশি নকল হয়, সেমিস্টার ফাইনালে, আর সবচেয়ে বেশি কপি হয়, শিট ফটোকপি!

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি হাতিয়ে নেওয়া জিনিসগুলো হলো, বিলের পেমেন্ট, সানগ্লাস, কম্পিটিশনের প্রাইজমানি, লটারিতে জেতা কোন জিনিস, এবং সিগারেট!

পাবলিকিয়ানদের বেশিরভাগের জাতীয় আফসোস, "শালার ভার্সিটি লাইফ শেষ হয়ে যাচ্ছে, এখনো হাত ধরে পাশে হাঁটার মত কাউকে ম্যানেজ করতে পারলাম না!"

পাবলিকিয়াদের মহামারি বা আকাল বলা হয়, মাসের শেষ কয়টা দিনকে!

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শার্প টাইমের অস্তিত্ব অনেকাংশেই বিলীন, প্রায় সবকিছুতেই বাংলা টাইমকেই আদর্শ মেনে চলা হয়!

পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পেইনফুল কাজ হলো, ড্রপ কোর্স তুলা আর হাতে লিখে অ্যাসাইনমেন্ট সাবমিট করা!

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঈদুল আযহা হল, ভর্তি পরীক্ষার দিন, আর ঈদুল ফিতর হলো, নতুন জুনিয়রদের ওরিয়েন্টেশনের দিন!

পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি আবেগ লুকিয়ে থাকে, ভাই-ব্রাদার্স নামক রিলেশনে!

পাবলিকিয়ানদের জাতীয় আবদার, আমার একটা টিউশনি লাগবে!

গবেষণায় : মুহিত আহমেদ জামিল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

ঢাকা, ১০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ