Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কোপানো শুরু হতেই জাফর স্যারকে ফেলে ছোটাছুটি!

প্রকাশিত: ৪ মার্চ ২০১৮, ০৯:৪৭

শাবি লাইভ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যালে অতিথি ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। বিকেলে গড়াতেই অনুষ্ঠানের মধ্যমনি জাফর ইকবালকে নিয়ে মশগুল সবাই। তার পেছনে দাঁড়ানো ছিল শিক্ষার্থীসহ বেশ কয়েকজন অপরিচিত মুখ। তার সামনেও শিক্ষার্থীদের জটলা। পাশেই দাঁড়িয়ে আছে পুলিশ।

জাফর ইকবালের ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিল অপরিচিত সেই ভয়ংকর যুবক। নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকা সেই যুবকের দিকে কারো নজর ছিল না। হঠাৎ করেই ওই যুবক ভয়ংকর হয়ে উঠে। ছুরি বের করেই জাফর ইকবালের মাথায় কোপ বসায়। পরক্ষণেই পিঠে ও হাতে কোপ বসায় সে। এসময় জাফর ইকবালের পাশে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই শুরু করেন ছোটাছুটি। বেশ কয়েকজন ঘটনার আকস্মিকতায় ঠায় দাঁড়িয়ে থাকেন। এসময় কেউ ড. জাফর ইকবালকে বাঁচাতে এগিয়ে আসেননি। হঠাৎ জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যান এক পুলিশ সদস্য। জাফর ইকবালকে বাঁচাতে হাত বাড়িয়ে দেন তিনি। এতে তিনি হাতে জখম হন। সাহসী ওই পুলিশ কনস্টেবলের নাম মো. ইব্রাহিম। হামলাকারী যুবকের ছুরিটি তার হাতে ঢুকে গেলে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে ওই হামলাকারী যুবককে ধরে গণপিটুনি দেন। এদিকে সুযোগ বুঝে পালিয়ে যায় হামলাকারী অপর যুবক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপত্র আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, জাফর স্যারকে যখন কোপানো হচ্ছিল তখন ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী আতংকে পালিয়েছেন। অনেকেই আবার ঘটনাটি জানার জন্য উৎসুক হয়ে এগিয়ে গেছেন। এসময় ক্যাম্পাসে অনেকটা আতংক তৈরি হয়।

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক নওশাদ সজীব রোবোটিকস প্রতিযোগিতার বিচারক ছিলেন। তিনিও হামলার একজন প্রত্যক্ষদর্শী। নওশাদ বলেন, ছুরিকাঘাতে আহত হয়েও জাফর ইকবাল স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। ছুরিকাঘাতের পরপরই তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা উত্তেজিত হয়ো না, আই অ্যাম অলরাইট।’

এদিকে রাতে পুলিশ নিশ্চিত করেছে হামলাকারী ওই যুবকের নাম জয়জুর রহমান ওরফে ফয়জুল। সে মাদ্রাসা ছাত্র। ওই ছাত্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা, ০৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ