Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবির ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং’ বিভাগের যুগপূর্তি

প্রকাশিত: ২০ নভেম্বার ২০১৬, ০৪:৫০

 




শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের (জিইবি)’ ‘ চ্যালেঞ্জ এন্ড ইনোভেশন অব বায়োটেকনোলজিস্ট ইন বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে এক যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ১-৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ১২টায় শাহজালাল বিশ্বাবিদ্যালয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তিন ব্যাপি অনুষ্ঠানের প্রথম দিন ১ ডিসেম্বর থাকছে র‌্যালি, কেন্দ্রীয় মিলনায়তনে সায়েন্টিফিক সেশন, জব ফেয়ার, ২ ডিসেম্বর থাকছে সিলেট নগরীতে ট্রাক র‌্যালি, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে কেন্দ্রীয় মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যা এবং  তৃতীয় দিন ৩ ডিসেম্বর থাকছে বার-বি-কিউ, বনভোজন এবং হ্যান্ডবল গ্রাউন্ডে এস আই টুটুলের অংশগ্রহণে ধ্রুবতারা ব্যান্ডের উন্মোক্ত কনসার্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম, ড. মো. জাকির হোসেন, ড. মো. ফারুক মিয়া, ড. মো. জাহাঙ্গীর আলম, প্রভাষক মো. হাম্মাদুল ইসলাম, সাবরিন সুহানী প্রমুখ।

তিন দিন ব্যাপি এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে দেশের অন্যতম শিল্প গ্রæপ ‘ প্রান-আর এফ এল’ গ্রুপ।

প্রসঙ্গত, ২০০৪ সালে যাত্রা শুরু করে জিইবি বিভাগ। যাত্রা শুরুর পর এ পর্যন্ত ৭টি ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী তাদের গ্রাজুয়েশন সম্পন্ন করেন।


শাবি, ১৯, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ