Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জঙ্গিবাদ নিরসনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ৩ কোর্স

প্রকাশিত: ১৯ নভেম্বার ২০১৬, ১৮:৩৫

লাইভ প্রতিবেদক : জঙ্গিবাদ নিরসনের জন্য এবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিলেবাসে ৩টি কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির বিগত বছরের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কোর্স তিনটি হচ্ছে—‘বাংলা ভাষা’, ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ এবং ‘পেশাগত নৈতিকতা ও পরিবেশ সংরক্ষণ’। এ ছাড়াও প্রয়োজনে সব বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবিরোধী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে নানান নন-ক্রেডিট কোর্স বাধ্যতামূলক করতে চায় ইউজিসি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জঙ্গি তৎপরতা উচ্চশিক্ষা ক্ষেত্রে উদ্বেগ সৃষ্টি করেছে। জঙ্গি তৎপরতা প্রতিরোধে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন এবং নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। পাশাপাশি এসব বিদ্যাপীঠে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো উচিত।

বার্ষিক প্রতিবেদনে জঙ্গি তৎপরতা রোধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব আইন সংশোধন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিবাদের যাতে আর বিস্তার না ঘটে সে জন্য ওকিছু পদক্ষেপ নেয়ারও চিন্তা-ভাবনা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সঙ্গে নিয়ে সারা দেশের কলেজ, মাদরাসা, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়। সব শিক্ষাপ্রতিষ্ঠান দফায় দফায় পালন করছে জঙ্গিবিরোধী মিছিল, মিটিং, সমাবেশসহ নানা কর্মসূচি।

এসব কর্মসূচিতে জঙ্গিবাদ নিরসনের জন্য নানা প্রস্তাবনা তুলে ধরা হয়। সে আলোকেই বিশ্ববিদ্যালয়ে কোর্স চালু করার প্রস্তাব করা হয়েছে।



ঢাকা, ১৯ নভেম্বর (ক্যাম্পাসলাইব২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ