Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী

প্রকাশিত: ১৮ নভেম্বার ২০১৬, ২২:২৬

চবি লাইভ: ‘শুভ জন্মদিন চবি (চট্টগ্রামবিশ্ববিদ্যালয়)’। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ভরে উঠছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মদিনের শুভ কামনায়। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আবেগ ঝরা স্ট্যাটাসে ভরে যাচ্ছে ফেইসবুকের ওয়াল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও সেজেছে রাণীর সাজ। গাছের ডালে ডালে ঝুলছে লাল-সাদা-নীল হরেক রকমের ঝিনুক বাতি।

শিক্ষার্থীদের অনুভুতিকে শত ভাগে ফিরিয়ে দিতে চবি প্রশাসন রেখেছে দিনব্যাপী ‘সুবর্ণ জয়ন্তি’ কর্মসূচি। প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থীর উপস্থিতিকে সাফল্য মন্ডিত করতে চবি প্রশাসনও রয়েছে সদা তৎপর।

১৯৬৬ সালের আজকের দিনে চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামে জন্ম নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাত্র ৪টি বিভাগ নিয়ে যাত্রা শুরু হয়। যেখানে বর্তমানে প্রায় ৪৩ টি বিভাগে নিয়মিত অধ্যয়ন করছে ২৩ হাজার শিক্ষার্থী। ২০১৬-১৭ সেশনে আসছে বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচ। সব মিলিয়ে ক্যাম্পাসে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর সমাগম হবে বলে ধারণা করছে চবি প্রশাসন। এই বিশাল চবিয়ানদের নিরাপত্তা দেওয়ার লক্ষে প্রশাসন নিয়োগ দিয়েছে প্রায় ৪ হাজার পুলিশ ও গোয়েন্দা।

২দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তি উৎসবের মাঝে প্রথম দিনকে ভাগ করা হয়েছে প্রাক্তনদের জন্যে। আজকের বিকাল ৩টায় চট্টগ্রাম শহরস্থ চবি চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হবে সুবর্ণ জয়ন্তি র‌্যালি। র‌্যালিটি প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে শহরের সিআরবি মোড় ঘুরে এসে শেষ হবে জিইসি কনভেনশন সেন্টারে। বিকাল ৫ টার দিকে জিইসি কনভেনশন সেন্টারে দেশ-বিদেশ থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানো হবে। রাতে থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী আয়োজন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব নন্দিত কন্ঠ শিল্পী রুনা লায়লা।

উৎসবের ২য় দিনের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে সুবিশাল প্যান্ডেল খাটিয়ে আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের।

সুবর্ণ জয়ন্তি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

সম্মানিত অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন।

দুপুর ১২ টায় মুক্তি যোদ্ধাদের সম্মাননা প্রদান করার পর শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যান্ড শোতে থাকবেন ওয়ারফেজ ও আর্টসেল, সাথে থাকবে ঐতিহ্যবাহী লালন দল। সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠান শেষ হলেও আড্ডা বাজী থাকবে সারা রাত। উঠে আসবে পুরনো দিনের কথা মালা। বলা হবে কত কত না বলা কথা। অনুভুতি হবে হাজার রকমের স্মৃতি। ফিরে পাওয়া হবে পুরনো সব বন্ধুদের। এরই মাঝে সুর তোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রবী ঠাকুরের সাথে মিলয়ে যেন গাইছে-
‘পুরানো সেই দিনের কথা ........’

ঢাকা, ১৮, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ