Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বুয়েটে ভর্তি পরীক্ষায় সেরাদের সেরা হওয়ার গল্প

প্রকাশিত: ১৮ নভেম্বার ২০১৬, ১৬:২০

লাইভ প্রতিবেদক : তার ডাকনাম কথা হলেও কাজের বেলায় তিনি কিন্তু একেবারেই সিরিয়াস। বিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে তার। আর এজন্য ছোটবেলা থেকেই তার স্বপ্নগুলো বেড়ে উঠেছে সেভাবে।

এবার বুয়েটে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। চলুন শুনে নেয়া যাক মেধাবী ওই ছাত্রটির সেরা হওয়ার গল্প :


আসিফ ইকবাল এ বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন। সারা দেশ থেকে নয় হাজারের বেশি মেধাবী ছাত্রছাত্রী বুয়েটের ভর্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এরমধ্যে নম্বরের দিক দিয়ে আসিফই হলেন সেরা।

আসিফ ইকবালের ডাক নাম কথা। তার বাড়ি রাজশাহী নগরের ষষ্ঠীতলা এলাকায়। বাবা ইয়ারিফ হুসাইন সরকার রাজশাহী সিটি করপোরেশনের প্রকৌশল শাখার কর্মকর্তা। মা সামিনা পারভীন গৃহিণী। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে আসিফ ছোট। বড় ভাই আসিফ আরেফিন চিকিৎসক। আসিফ ইকবাল রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং রাজশাহী কলেজ থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাস করেছেন।

জানা গেছে, নিজের আগ্রহেই আসিফ স্কুল-কলেজে পড়ার সময় বিভিন্ন অলিম্পিয়াডে অংশ নিয়েছেন। ২০১৫ সালে ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো আয়োজিত গণিত অলিম্পিয়াডে রাজশাহীতে তিনি দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। পরে পারিবারিক সমস্যার কারণে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় আর অংশ নেওয়া হয়নি।

তবে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং কনটেস্ট-২০১৪’-এ অংশ নিতে তিনি ঢাকায় এসেছিলেন। পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে তিনি প্রথম হয়েছেন।

পাঠ্যবইয়ের বিষয়গুলোর মধ্যে পদার্থবিজ্ঞানই আসিফের সবচেয়ে পছন্দের। শখের বশেই পাঠ্যবইয়ের বাইরেও পদার্থবিজ্ঞান নিয়ে পড়েন। তার স্বপ্ন প্রকৌশলী হওয়া। বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা।

আসিফ সবসময় বই নিয়ে বসে থাকেন না। অবসরে খেলা দেখে, বই পড়ে কিংবা সিনেমা দেখে তার সময় কাটে। ক্রিকেট তার খুব প্রিয়। বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম তার সবচেয়ে পছন্দের খেলোয়াড়।


আসিফ ইকবাল জানালেন, পড়াশোনা করতে তার ভালই লাগে। তবে পার্থক্য হল, সবাই বেশি নম্বর পেতে চায় আর তিনি বিষয়টা ভালো করে বুঝতে চান। বিজ্ঞানের বিষয়গুলো ভালো লাগে, তাই কখনো বিরক্তি আসে না বলে জানিয়েছেন তিনি। আর একারণেই হয়তো তার এমন সাফল্য ধরা দিয়েছে জীবনে। বুয়েটে ভর্তি পরীক্ষায় সেরাদের সেরা হয়েছেন তিনি



ঢাকা, ১৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ