Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে বক্তারা: নজরুল চর্চা আজ উপেক্ষিত

প্রকাশিত: ১৬ নভেম্বার ২০১৬, ০৩:০৬

 

 

রাবি লাইভ: ‘বাংলা সাহিত্যের অন্যতম যুগ স্রষ্টা ও দ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য চর্চাকে আজ চরমভাবে উপেক্ষিত করা হচ্ছে। বিশেষ করে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে নজরুলের আদর্শের চেতনা প্রকাশক অধিক গুরুত্বপূর্ণ কবিতা, গল্প ও ছোটগল্পকে উপেক্ষিত করে কম গুরুত্বপূর্ণ সাহিত্যকে তালিকাভূক্ত করা হয়েছে। এছাড়াও আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজ নজরুল সাহিত্য চরম উপেক্ষিত।

বিশ্ববিদ্যালয়গুলোতে অন্যান্য কবি-সাহিত্যকদের যেভাবে গুরুত্ব সহকারে অধ্যায়ন করা হচ্ছে সেই তুলনায় নজরুল আজ চরম উপেক্ষিত এবং অবহেলিত। একই সাথে নজরুলের সাহিত্য ইমেজকে ক্ষুন্ন করা জন্য আজ নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে এবং বিভিন্ন ভাবে নজরুল চর্চাকে নিরুৎসাহিত করা হচ্ছে। সময়ের পরিবর্তন ও রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নজরুল চর্চার দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন করা হচ্ছে।’
 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরাম কর্তৃক আয়োজিত মঙ্গলবার বিকেলে “নজরুল চর্চার প্রকৃতি ও ধারা” শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও প্রবন্ধকার কবি সোলায়মান আহসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির সাবেক ভিসি প্রফেসর মু. রফিকুল ইসলাম। সেমিনারে আরো বক্তব্য রাখেন, প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকী, প্রফেসর ড. আতাউল্ল্যই প্রমুখ। অনুষ্ঠানে প্রফেসর ড. সেতাউর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ড. মুহাম্মাদ শরীফুল ইসলাম।

বক্তারা বর্তমান সময়ে নজরুল চর্চাকে অন্ধের হাতি দেখার সঙ্গে তুলনা করে বলেন, বিভিন্ন গোষ্ঠি আজ নজরুলকে খণ্ডিত আকারে উপস্থাপন করছে। যা কোনো ভাবেই কাম্য নয়। এরফলে একদিকে যেমন আমরা প্রকৃত নজরুলকে জানতে ব্যার্থ হচ্ছি তেমনি নজরুলের সাহিত্যের প্রকৃত নির্যাস থেকেও বঞ্চিত হচ্ছি।

এসময় বক্তারা আরো বলেন, সমাজের চারিদিকে আজ অপসংস্কৃতির সয়লাব। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যা আমাদের তরুন প্রজন্মকে গ্রাস করে ফেলছে। তাই এই অপসংস্কৃতি থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে অবশ্যই নজরুল চর্চার প্রতি গুরুত্ব বাড়াতে হবে। এজন্য দেশের সকল স্তরের পাঠ্যসূচীতে নজরুল সাহিত্যকে আবশ্যক পাঠ হিসেবে আরো অধিক পরিসরে অন্তর্ভূক্ত করতে হবে। একই সাথে নজরুল চর্চার সাথে জড়িত গবেষক থেকে শুরু প্রতিষ্ঠানগুলোকে আরো সক্রিয়া ভূমিকা রাখতে হবে।

 

ঢাকা, ১৫, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএসটি 
 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ