Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০১৬, ০৩:০৪

ইবি লাইভ: অননুমোদিত কোর্স খুলে ভর্তির বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক করে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একইসাথে শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ভালভাবে খোঁজ-খবর নিতে পরামর্শ দিয়েছে ইউজিসি।

রোববার সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এ সর্তকতা জানিয়েছে ইউজিসি। দেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতি সেমিস্টারেই অধিক শিক্ষার্থী ভর্তি করার লক্ষ্যে অননুমোদিত কোর্স/প্রোগ্রাম খুলে বসে। বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থী ভর্তির জন্য তারা অসত্য তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছে যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সুস্পষ্ট লঙ্ঘণ।

আর এভাবেই তারা রমরমা ভাবে শিক্ষা বাণিজ্য চালিয়ে যায়। তাই ওই সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক করে বলা হয়েছে আইন না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে ইউজিসি।

অন্যদিকে ওই বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বলা হয়েছে, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোর্স বা প্রোগ্রামের তালিকা ইউজিসির কাছে রয়েছে।

তাই ইউজিসির ওয়েবসাইটের (www.ugc.bd) মাধ্যমে অনুমোদিত কোর্স সম্পর্কে তথ্য নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই করে ভর্তি হওয়ার জন্যও শিক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ দিয়েছে ইউজিসি।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ