Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্টামফোর্ডে ৫৪ব্যাচের স্ম্যাশেস এইচআর ফেস্ট

প্রকাশিত: ১২ নভেম্বার ২০১৬, ০৮:১৫

এসইউবি লাইভ : স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে হয়ে গেল বিজনেস এডমিনিষ্ট্রেশনের (বিবিএ) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ৫৪তম ব্যাচের নান্দনিক আয়োজন "Smashes HR Of SUB"।

আয়োজনের প্রথম অংশে ব্যাচের ৪০জন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশ নেন। প্রতিযোগীতায় মূল পর্বে বৃহস্পতিবার প্রতিযোগীরা "প্রেজেন্টেশন কমপিটিশন ২০১৬"তে অংশ নেন।

দিনব্যাপী প্রতিযোগীতার শেষে বিকেলে পুরষ্কার বিতরণী পর্বে আয়োজনের ইন্সট্রাক্টর, বিভাগের লেকচারার শবনম মোস্তারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএ অনুষদের চেয়ারম্যান প্রফেসর জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধেশ্বরী শাখার বিবিএ অনুষদের কো-অর্ডিনেটর, বিভাগের এসোসিয়েট প্রফেসর নাঈম জালাল উদ্দিন আহমেদ, এইচআর শাখার হেড শাম্মী আক্তার, একাউন্টিং শাখার হেড ইতি লায়লা কাজী, ফিন্যান্স শাখার শিক্ষক মো.মনিরুজ্জামানসহ বিভাগের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জামাল উদ্দিন বলেন, এমন চমৎকার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি বিভাগের সকল শিক্ষকের কাছে।

তিনি আরো বলেন, শিক্ষাকে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখাটা অনুচিত।

বিশেষ অতিথির বক্তব্যে এসোসিয়েট প্রফেসর নাঈম জালাল উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিজনেস এডমিনিষ্ট্রেশন বিভাগে এরকম নানা ব্যাতিক্রমি আয়োজন হয়ে থাকে।


এইচআরএম শাখার হেড শাম্মী আক্তার বলেন, আমার সর্বাত্তক সহযোগীতা থাকবে মেধাবী একঝাঁক তরুণদের প্রতি, আমাদের বিভাগ তোমাদের সকল কাজে পাশে থাকবে।

আয়োজনের ইন্সট্রাক্টর, বিভাগের শিক্ষক শবনম মোস্তারী বলেন, আমি ৫৪এর চোখে আমার স্বপ্নগুলোকে দেখি।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হন এইচআর ৫৪ব্যাচের শিক্ষার্থী রিদয় ইসলাম, রানার্সআপ হন আহমেদ শাহরিয়ার আকাশ, বেনজির আবরার, আসিফ ইকবাল, সাদিয়া ফাইজা হক।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো ক্যাম্পাসলাইভ২৪.কম।



ঢাকা, ১২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ