Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পাচ্ছে

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বার ২০১৭, ০৭:৫৪

লাইভ প্রদিবেদক : এবার আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে যাচ্ছে। শিগগিরই ওই দুই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হতে পারে। এর মধ্যে রয়েছে রংপুর বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফর ওম্যান্স। ওই দুটি অনুমোদন পেলে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৯৭টি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, নতুন করে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিতে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। এর ওপর ভিত্তি করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় দুটি পরিদর্শন করে ইউজিসিকে প্রতিবেদন পাঠাতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, রংপুর বিশ্ববিদ্যালয়টি রংপুর সার্কিট হাউজ রোডের নাহার ম্যানসনে প্রস্তাবনা করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবক হিসেবে রয়েছেন মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী (বাবু)। তার সঙ্গে রয়েছেন সরকার সমর্থিত একাধিক বণিক নেতা, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানূর রহমানসহ অনেকে।

চট্টগ্রামের চকোরিয়ায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফর ওম্যান্স বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবক হিসেবে রয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহামুদ। তার সঙ্গে বর্তমান সরকারের মন্ত্রী ও একাধিক ব্যবসায়ী রয়েছেন বলে জানা গেছে।

ইউজিসি সূত্র জানায়, চলতি মাসে এ দুই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা রয়েছে। এর ভিত্তিতে আগামী ১১ সেপ্টেম্বর রংপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন ইউজিসি’র পরিদর্শক দল। এছাড়া অন্যটির সময় নির্ধারণ না হলেও চলতি মাসের মধ্যেই পরিদর্শন শেষ করার কথা রয়েছে।

 

ঢাকা, ১৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ