Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বাজেট অনুমতি উত্তর পর্যালোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ জুলাই ২০১৭, ০২:৪৫

 

লাইভ প্রতিবেদক: সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘জাতীয় বাজেট ২০১৭-১৮ অনুমতি উত্তর পর্যালোচনা’ অনুষ্ঠিত হয়েছে। অর্থনীতি বিভাগের উদ্যোগে শনিবার দুপুরে প্রফেসর এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে অনুষ্ঠিত বাজেট অনুমতি উত্তর পর্যালোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অনুমোদিত বাজেট ২০১৭-১৮ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. শোয়াইব।

উপস্থাপিত বাজেটের উপর আলোচনা করেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মো. কামরুল ইসলাম, সিনিয়র লেকচারার কামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের লেকচারার এহসানুর রউফ প্রিন্স ও লেকচারার বিউটি নাহিদা সুলতানা।

সভাপতির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন বলেন, যথাযথভাবে কর আদায় করা হলে অনুমোদিত বাজেট বাস্তবায়ন করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর শিব প্রসাদ সেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম রবিউল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী ও ব্যবসা প্রশাসনের বিভাগীয় প্রধান মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি ও আলোচকবৃন্দ বাজেটের বিভিন্ন দিক নিয়ে দর্শক শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

ঢাকা, ১৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ