Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রকাশিত: ৫ জুলাই ২০১৭, ০৪:৫১

 

লাইভ প্রতিবেদক: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের। জেলার খানসামায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই ছাত্রের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। 

নিহত ওই ছাত্রের নাম মো. আহসান হাবীব লিয়ন (২৩)। তিনি দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের শেষ বর্ষের ছাত্র। এ ঘটনায় আহতেরা হলেন- মো. একরামুল হক (৩৮) এবং অজ্ঞাত (৩২)। 

নিহত মো. আহসান হাবীব লিয়ন উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের শেষ বর্ষের ছাত্র। আহত মো. একরামুল হক একই গ্রামের মো. আবদুল জলিলের ছেলে। এ ঘটনায় অপর আহত আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

সোমবার রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিয়ন। 

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে মো. আহসান হাবীব লিয়ন প্রতিবেশী মো. একরামুল হককে সাথে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিল। পথে ডাঙ্গাপাড়া সাঁওতালপাড়া মোড়ে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে রাতেই ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মো. আহসান হাবীব লিয়ন মারা যায়। 

খামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজেদুল হক সাজু দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ঢাকা, ০৪ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ