Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে রুমমেটকে মারধর: অভিযুক্তকে হল ত্যাগের নির্দেশ

প্রকাশিত: ১৫ জুন ২০১৭, ০৩:৫৩

 

লাইভ প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। 

ওই শিক্ষার্থী তার রুমমেটের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে উচ্চৈঃস্বরে গান বাজাচ্ছিল। ফলে তার রুমমেট ক্ষুদ্ধ হয়ে তাকে বেধড়ক পিটুনি দেয়। 

বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রিফাতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওই ঘটনায় এদিন বিকেলে অভিযুক্ত শিক্ষার্থী আনোয়ার হোসেনকে তাৎক্ষণিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে সৈয়দ মুজতবা আলী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শুভজিৎ চৌধুরী জানান, শিক্ষার্থী রফিকুল হাসান রিফাতের উপর হামলার অভিযাগে আনোয়ার হোসেনকে তাৎক্ষণিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

তবে এটা বহিষ্কার নয়। ঘটনা উচ্চ পর্যায়ের তদন্তের জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয় এখন বন্ধ, তাই ঈদের ছুটির পর তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

ঢাকা, ১৪ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ