
এনইউবি লাইভ: বর্ণাঢ্য আয়োজনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন (স্প্রিং ২০২৩) সেমিস্টারের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) ঢাকার আশকোনায় (এয়ারপোর্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এক পরিচিতি সভার মাধ্যমে শুরু হয় নতুন (স্প্রিং ২০২৩) সেমিস্টারের শিক্ষা কার্যক্রম।
পরিচিতি সভায় অতিথিরা নবাগত ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের নানা উল্লেখযোগ্য দিকগুলোর বিষয়ে আলোকপাত করেন এবং সবার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
সংক্ষিপ্ত পরিচিতি পর্ব শেষে নবাগত শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উল্লেখযোগ্য অংশ পরিদর্শন করা হয়।
এ পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর এম মনিরুল ইসলাম (বি.এন), বিভাগীয় প্রধান জি এম ফয়সাল এবং বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ।
ঢাকা, ৩০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেডআই//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: