Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মেয়েদের হ্যান্ডবল: ফাইনালে চ্যাম্পিয়ন ড্যাফোডিল, রানার্সআপ গবি

প্রকাশিত: ১৪ নভেম্বার ২০২২, ২৩:০৮

মেয়েদের হ্যান্ডবল ফাইনালে চ্যাম্পিয়ন ড্যাফোডিল

গবি লাইভ: বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস্ হ্যান্ডবল প্রতিযোগিতা-২২ এর ফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (মেয়েরা) ৩৩-২৭ গোলে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মেয়েদের হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছেন।

রবিবার (১৩ নভেম্বর) বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি মাঠে দুপুর ২:৩০ টায় এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলাটি ৫০ মিনিটে পরিচালিত হয়, খেলার প্রথমার্ধে গবি ৬ গোলে পিছিয়ে ছিলো। অর্থাৎ গবি ১০-১৬ ড্যাফোডিল এবং খেলার দ্বিতীয়ার্ধে অর্থাৎ ম্যাচ শেষে গবির ফলাফল ২৭-৩৩ গোলে ড্যাফোডিলের মেয়েরা মাঠ কাপিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে।

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় মন্ত্রী মোঃ নুরুল মজিদ মাহমুদ হুমায়ন এমপি, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়, অন্যতম উক্ত আসরের সাংগঠনিক চেয়ারম্যান, মুখপাত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মো জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (ভারপ্রাপ্ত) উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিজিএমইএইউএফটি ট্রাস্টি চেয়ারম্যান মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি সহ ফেডারেশনের অন্যান্য অতিথিবৃন্দ।

উক্ত খেলায় তৃতীয় স্থান অর্জন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেয়েরা।

ম্যাচ শেষে মেয়েদের হ্যান্ডবল ইভেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের রুবিনা আক্তার। সবশেষে জানা যায় এই ইভেন্টে সর্বমোট ১৫টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

ঢাকা, ১৩ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ//আরএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ