Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

প্রকাশিত: ২৫ অক্টোবার ২০২২, ২২:১২

প্রফেসর ড. আশিক মোসাদ্দিক

রাবি লাইভ: বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। সম্প্রতি স্ট্যানফোর্ড ও এলসিভার সায়েন্সে এ তথ্য প্রকাশিত হয়েছে।

জানা গেছে, বিশ্বের ২.৫ মিলিয়ন বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে ২২টি ক্যাটাগরিতে এবং ১৭৬ টি উপ-বিভাগে বাংলাদেশের ৫৩ টি প্রতিষ্ঠানের ১৪২ জন বিজ্ঞানীর ১ বছরের সাইটেশন আমলের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। এর মধ্যে প্রফেসর ড. আশিক মোসাদ্দিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী এবং চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ের সকল বিজ্ঞানীদের মধ্যে ১ম স্থান অর্জন করেন।

এছাড়াও তিনি বাংলাদেশের ফার্মেসী বিষয়ের বিজ্ঞানীদের মধ্যে ২য় ও বাংলাদেশের চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ের বিজ্ঞানীদের মধ্যে ৯ম স্থান অর্জন করেন। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিজ্ঞানীদের মধ্যে ৩য় ও বাংলাদেশের সকল বিজ্ঞানীদের মধ্যে ৫৩ তম স্থান অধিকার করেন। বর্তমানে তার প্রকাশনার সংখ্যা ১৪৫ টি। উল্লেখ্য যে বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর তালিকাকে বিশেষ মর্যাদাপূর্ণ তালিকা হিসেবে গণ্য করা হয়।

প্রফেসর ড. আশিক মোসাদ্দিক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি দায়িত্বের পাশাপশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার, সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ সেন্টারের দায়িত্ব পালন করছেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও ৮ জন শিক্ষক এই তালিকায় স্থান করে নিয়েছেন।

গুগল স্কলার এ প্রফেসর ড. আশিক মোসাদ্দিক-এর সাইটেশনে সংখ্যা বর্তমানে ৩৭৬৮ এবং এইচ- ইনডেক্স ৩৩।

উল্লেখ্য যে, ২০১১ সালে তিনি উন্নয়নশীল দেশ ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমী থেকে গবেষণায় অবদানের জন্য তরুণ বিজ্ঞানী গোল্ড মেডেল অর্জন করেন। ন্যাচারাল প্রডাক্ট ও ন্যানো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে এলসিডার সায়েন্স ও একাডেমিক প্রেস তার ৩টি বই প্রকাশ করেছে। তিনি বর্তমানে প্রাকৃতিক খাদ্যের ব্যবহার ও রোগ নিরাময়ে তাদের অবদান নিয়ে কাজ করছেন।

ঢাকা, ২৫ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ