
লাইভ প্রতিবেদক: পঞ্চাশোর্ধ বয়সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আলোচনায় আসা বেলায়েত অবশেষে 'স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ' নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ইতোমধ্যে তিনি জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন।
স্টেট ইউনিভার্সিটিতে বেলায়েতের ভর্তির বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এসোসিয়েট প্রফেসর নাসরিন আক্তার। তিনি ক্যাম্পাসলাইভকে বলেন, 'বেলায়েতের জ্ঞান অর্জনের যে সাধনা, যে আগ্রহ তা আমাদের অভিভূত করেছে। তার এই অগ্রযাত্রায় অংশ হতে পারায় আমাদের খুব ভালো লাগছে।'
এরআগে, রাজশাহীর বরেদ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেও নানা সীমাবদ্ধতার কারণে ভর্তি হননি বেলায়েত। অবশেষে সুবিধার কথা ভেবে ঢাকার স্টেট ইউনিভার্সিটিতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
বেলায়েত শেখ ক্যাম্পাসলাইভকে বলেন, 'আল্লাহর রহমতে সাংবাদিকতায় অনার্সে (JCMS) ভর্তি হয়েছি। আমার বাবা না থাকায়' বাবার দায়িত্ব পালন করেন, আমার ভাতিজা উপসচিব ডক্টর এস এম সেলিম রেজা। সকলের কাছে আমার অসুস্থ মায়ের জন্য দোয়া চাই।'
প্রসঙ্গত, ১৯৬৮ সালে জন্ম নেওয়া বেলায়েতের ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি ছিল আগ্রহ। প্রবল আগ্রহ থাকলেও দারিদ্র্যের কারণে কূল পেয়ে উঠেননি তিনি। ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন বেলায়েত। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাকে। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ভর্তি হন নবম শ্রেণিতে।
এ বছর জিপিএ-৪.৪৩ পেয়ে বেলায়েত ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি-ভোকেশনাল) পাস করেন। এর আগে ২০১৯ সালে বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে জিপিএ-৪.৫৮ পেয়ে দাখিল (ভোকেশনাল) পাস করেন।
ঢাকা, ০৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ওএফ//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: