Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১০ই জুন ২০২৩, ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার ২০২২, ২৩:০১

ভর্তি পরীক্ষা

বরেন্দ্র লাইভ: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফল-২০২২ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯:৩০ মিনিট থেকে বিকাল ৪.৪০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ লিখিত পরীক্ষা গ্রহণ করে।

সকাল ৯টা ৩০ মিনিট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের পরীক্ষার মাধ্যমে এই ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ব্যবসা প্রশাসন, সমাজবিজ্ঞান, ইংরেজি, আইন ও মানবাধিকার, রাষ্ট্রবিজ্ঞান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অর্থনীতি, এবং সবশেষে ইসলামের ইতিহাস বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারনায় বিশ্ববিদ্যালয় চত্বর ছিল মুখরিত। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, ট্রেজারার প্রফেসর ড. মো. ফয়জার রহমান, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল ও পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান প্রমুখ ভিন্ন ভিন্ন ভর্তিপরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং অপেক্ষারত অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় করেন।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২২ থেকে ৬ অক্টোবর ২০২২ পর্যন্ত ভর্তি হতে পারবেন। ফল-২০২২ সেমিস্টারের ক্লাশ শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২২। ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.vu.edu.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য যে, অভিভাবক ও ছাত্রছাত্রীদের অনুরোধে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বিশেষ ভর্তি পরীক্ষা (ফার্মেসী ও আইন বিভাগ ব্যতীত) অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ