Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
সরকার গঠিত নতুন ট্রাস্ট, ১৩ সেপ্টেম্বর মন্ত্রীর উপস্থিতিতে সভা

মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেয়র আতিক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বার ২০২২, ০৮:৪৫

মানারাত বিশ্ববিদ্যালয়ের নতুন চেয়ারম্যান মেয়র আতিক

লাইভ প্রতিবেদক: পুনর্গঠন হলো বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারের সমন্বয়ে এক সভায় এই ট্রাস্ট পুনর্গঠন হয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৬ (১০) সুস্পষ্ট লঙ্ঘন করায় উল্লিখিত আইনের ধারা ৩৫ (৭) অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে চেয়ারম্যান করে ১৩ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করা হয়েছে।

আজ শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির সভাপতিত্বে এক বিশেষ বৈঠকে এই অনুমোদনের কথা জানিয়েছেন তিনি। সংশ্লিস্টরা জানায়, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিষয়ে বিভিন্ন সংস্থা তদন্ত করে। তদন্তে সেখানে জামায়াত সংশ্লিস্টতা উঠে আসে। তদন্তের পর তা মহামান্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হয়। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্যের ক্ষমতাবলে আগের বোর্ড অব ট্রাস্টি ভেঙ্গে দেন। দায়িত্ব দেন শিক্ষা মন্ত্রণালয়কে। শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রপতির সেই আদেশ পালনের উদ্দেশ্যে আজ এক বিশেষ সভার আহ্বান করে। ওই সভায় নতুন ট্রাস্টিদের নাম জানিয়ে দেয়া হয়েছে।

একই সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ১৩ সেপ্টেম্বর মানারাতের অডিটরিয়ামে ট্রাস্টিদের বিশেষ সভার। সেই সভার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নুতন ট্রাস্টিদের পরিচয় করিয়ে দেয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

সভায় উপস্থিত ছিলেন, আতিকুল ইসলাম, মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক সিনিয়র সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সাজ্জাদুল হাসান, সাবেক সিনিয়র সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় (দুআ, মহাপরিচালক-২ (অতিরিক্ত সচিব), পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা, মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গােয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ঢাকা, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শেরে বাংলা নগর, ঢাকা।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি), ঢাকা, অধ্যাপক মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, প্রফেসর সাদেকা হালিম, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডঃ খন্দকার বজলুল হক, অনারারী অধ্যাপক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক মােহাম্মদ আলী আরাফাত, স্কুল অব বিজনেস, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ডা. মেঘলা সরকার, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা, ইঞ্জিনিয়ার মােঃ আবদুস সবুর, সাবেক প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), ড. সেলিম মাহমুদ, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মারুফা আক্তার পপি, সভাপতি, হাসুমণির পাঠশালা, ইসরাত জাহান নাসরিন, সদস্য, বাংলাদেশ মহিলা সমিতি, মিহির কান্তি ঘােষাল, নির্বাহী পরিচালক, সোস্যাল ইমপ্রুভমেন্ট সােসাইটি (এস,আই.এস), প্রফেসর ড. মাে: নজরুল ইসলাম, উপচার্য, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা, হাফিজুর ইসলাম মিয়ান, ট্রেজারার (ভারপ্রাপ্ত), মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ২১, প্রফেসর এম হারুন-অর-রশিদ, ডিন, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্স, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা, মাে: মানিরুল ইসলাম, রেজিস্ট্রার, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা প্রমূখ।

মানারাত বিশ্ববিদ্যালয়ে সরকার গঠিত ট্রাস্টিজ:

মন্ত্রনালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সেই সভায় নতুন বোর্ড অব ট্রাস্টিজ এর অনুমোদন দেয়া হয়। এই ট্রাস্টিজদের মধ্যে চেয়ারম্যান হলেন, আতিকুল ইসলাম, মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক সিনিয়র সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সাজ্জাদুল হাসান, সাবেক সিনিয়র সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অধ্যাপক মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

প্রফেসর সাদেকা হালিম, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডঃ খন্দকার বজলুল হক, অনারারী অধ্যাপক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক মােহাম্মদ আলী আরাফাত, স্কুল অব বিজনেস, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ডা. মেঘলা সরকার, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। ইঞ্জিনিয়ার মােঃ আবদুস সবুর, সাবেক প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)। ড. সেলিম মাহমুদ, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মারুফা আক্তার পপি, সভাপতি, হাসুমণির পাঠশালা। ইসরাত জাহান নাসরিন, সদস্য, বাংলাদেশ মহিলা সমিতি।

এছাড়া মিহির কান্তি ঘােষাল, নির্বাহী পরিচালক, সোস্যাল ইমপ্রুভমেন্ট সােসাইটি (এস,আই.এস)। প্রফেসর ড. মাে: নজরুল ইসলাম, উপচার্য, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। এছাড়া ট্রাস্টের সদস্য সচিব হচ্ছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মাে: মনিরুল ইসলাম।

ঢাকা, ০৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ