Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এনএসইউতে ‘কোরাস পারফরমেন্স’ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ জুন ২০২২, ০৭:০৯

কোরাস পারফরমেন্স

এনএসইউ লাইভ: নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অডিটোরিয়ামে ‘কোরাস পারফরমেন্স’ অনুষ্ঠিত হয়েছে। এনএসইউ এবং যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা যৌথভাবে আজ বাংলাদেশে হার্ভার্ড ক্রোকোডিলোস কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হার্ভার্ড ক্রোকোডিলোস ২০২২ ওয়ার্ল্ড সামার ট্যুরের অংশ হিসেবে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল তাদের সংগীত পরিবেশন করতে বাংলাদেশ সফর করছে। বাংলাদেশে তাদের সংগীত পরিবেশনের ভেন্যু হিসেবে তারা বেছে নেয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

১৯৪৬ সালে প্রতিষ্ঠিত আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি-এর প্রবীণতম ক্যাপেলা গায়ক দল হল হার্ভার্ড ক্রোকোডিলোস। এই গায়ক গোষ্ঠীর ধারণাটি দ্য ক্রোকস থেকে উদ্ভূত হয়েছে, ১৭৭০ সালে প্রতিষ্ঠিত হ্যাস্টি পুডিং ক্লাবে এর উৎপত্তিস্থল এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম কলেজিয়েট সামাজিক সংগঠন হিসেবে পরিচিত। হার্ভার্ড ক্রোকোডিলোস এর সংগীত পরিবেশনের আয়োজন করা, বাংলাদেশ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি উভয়ের জন্যই অত্যন্ত সম্মানের বিষয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিজ. হেলেন লা-ফেইভ। হার্ভার্ড ক্রোকোডিলোস-এর সদস্যদের পাশাপাশি বাংলাদেশের মার্কিন দূতাবাস এবং তাদের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের প্রতিনিধিরা জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এমন একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা এনএসইউ তথা দেশের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ও ফলপ্রসূ উন্নতি ঘটবে এবং বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।

এছাড়া, অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক এবিএম রাশেদুল হাসান, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বিভিন্ন বিভাগের প্রধান, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ ও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা, ১৬ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ