Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বেসরকারি ৩ বিশ্ববিদ্যালয়কে আইনী নোটিশ

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৭, ০৩:০৫


লাইভ প্রতিবেদক: অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইনি নোটিশ দেওয়া হয়েছে।


আইন অনুযায়ী ১২ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সরওয়ার পায়েল ডাকযোগে রেজিস্ট্রি করে এ নোটিশ পান।


বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ওয়াল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও সাউথ এশিয়া ইউনিভার্সিটি।
নোটিশে বলা হয়েছে দুই সপ্তাহের মধ্যে এই তিন বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে। এর মধ্যে যদি তারা যেতে না পারে তাহলে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টিউশন ফি ও ভর্তি বাবদ টাকা সুদসহ ফেরত দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আইন অনুযায়ী, প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্যে সর্বোচ্চ ১২ বছর সময় পাবে। আর অনুমোদন পেতে হলে বিশ্ববিদ্যালয়কে মহানগর এলাকায় এক একর জমিতে স্থায়ী ক্যাম্পাস থাকতে হবে। মহানগরের বাইরে হলে থাকতে হবে দুই একর জায়গা।


কিন্তু এসব বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে না গিয়ে ভাড়া এবং অস্থায়ী ক্যাম্পাসেই দিনের পর দিন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

 

ঢাকা, ১৬ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ