Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাফর দম্পতিকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ১৫ অক্টোবার ২০১৬, ২৩:১০

শাবি লাইভ: ​শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও বিশিষ্ট লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ইয়াসমিন হক কে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম।

ছুটিকালীন অবস্থায় গত বুধবার ঢাকার বনানীতে থাকাকালীন সময়ে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। শুক্রবার সিলেটে ফিরে তিনি সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। ডায়েরী নং ৫৯২(১৪/১০/২০১৬)।

এদিকে জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাদের বাসভবনে স্বার্বক্ষনিক স্বসস্ত্র পুলিশ পাহারা বসানো হয়েছে। সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর স্ত্রী সহ ঢাকাস্থ বনানী ডিএসএস এ অবস্থান করছিলেন প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী প্রফেসর ইয়াসমিন হক।

ঐদিন রাত সোয়া ১২টায় ইয়াসমিন হকের মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা (এসএমএস) আসে। সেখানে লেখা ছিল, welcome to our new top list! your breath may stop at anytime. abt. একই তারিখ রাত ২টা ৩০ মিনিটে জাফর ইকবালের মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা (এসএমএস) আসে। তাতে লেখা hi unbeliever! we will strangulate you soon. এই এসএমএস দুটি তাদের জীবনে হুমকি স্বরুপ বলে জিডিতে উল্লেখ করেন জাফর ইকবাল।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে ক্যাম্পাস লাইভকে জানান, হুমকির কারনে তার আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা, ১৫ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ