Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সেরা সাবজেক্টে সেরা যেসব প্রাইভেট ইউনিভার্সিটি

প্রকাশিত: ১২ সেপ্টেম্বার ২০১৮, ২০:২৯

আরিফুল ইসলাম : যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সিদ্ধান্ত নিয়েছো তাদের জন্য এই পোস্ট। যেসব ভার্সিটিতে ভর্তি হলে অনেক বেশি পড়াশোনা করে পাশ করতে হয় সেগুলোই মূলত ভালো ভার্সিটি। মনে রাখেবে যে ভার্সিটিগুলো স্টুডেন্টদের দৌড়ের উপর রাখে সেগুলোই ভালো ভার্সিটি। যে ভার্সিটিতে ফ্যাকাল্টি অনেক ভালো সেই ভার্সিটির কদর বেশি। যে ভার্সিটির সিনিয়ররা সব জায়গায় ভালো করছে সেই ভার্সিটির দাম বেশি। যে ভার্সিটির ল্যাব ভালো সেটাই ভালো ভার্সিটি। চল জেনে নেই সেরা কোন কোন সাবজেক্টের জন্য সেরা কোন কোন বিশ্ববিদ্যালয়:

BBA এর জন্য NSU, BRAC, EWU, IUB, AIUB, UIU, ULAB, IIUC.

CSE এর জন্য AUST, BRAC, AIUB, NSU, EWU, IUB, UIU, DIU, IIUC.

EEE এর জন্য AUST, AIUB, EWU, NSU, IUB, UIU, IIUC.

PHARMACY এর জন্য EWU, NSU, BRAC, UAP, IIUC, IUB.

CIVIL এর জন্য AUST, UAP Better Than NSU, EWU.

IPE/ME এর জন্য AUST.

Archi এর জন্য BRAC, AUST, UAP than AIUB, NSU.

LLB এর জন্য BRAC, UAP Better than EWU, IUB, NSU.

Textile এর জন্য AUST, BUFT, South East, Primesia.

English/Eco - NSU, EWU, BRAC, IUB, AIUB.

Microbiology - NSU, BRAC, IUB.

নোট : ভালো করে পড়াশোনা করলে উপরে বর্ণিত যেকোন ভার্সিটি থেকে যেকোন সাবজেক্টে পড়াশোনা করা যায়। ভালো রেজাল্ট নিয়ে বের হওয়ার পর ভালো জব পাওয়া যায়।

AUST, NSU, EWU, BRAC, IUB, AIUB - এগুলোতে চান্স না পেলে / পড়ার মত আর্থিক অবস্থা না থাকলে UIU, ULAB, DIU, UAP ভার্সিটিগুলোতে পড়া যায়।

উপরে বর্ণিত ভার্সিটি গুলোর চেয়ে মাত্র ১ থেকে ২ লাখ কমে পড়া যায়। কাছাকাছি খরচ হয় - State University, Northern University, Notredame University, Army University, BUFT, South East University, Asha University, Canadian Internationl University.

এ ছাড়া আরও কিছু ভালো ভার্সিটি আছে সেগুলো হল -
Eastern University, IUBAT, Manarat, Shanto Marium, Stamford University, UODA, UITS, BUBT, Gono University, Prime University, Primesia University, Green University, Bangladesh University.

ছবি : লেখক

যাদের প্রাইভেটে পড়ার ইচ্ছে তারা চেষ্টা করবে এই ভার্সিটিগুলোর বাইরে না যেতে। এর বাইরে অন্য ভার্সিটিগুলো অনেক কম কোয়ালিটি মেইনটেইন করে।

৯৯ প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে এগুলোই ভালো।

আরিফুল ইসলাম
সাবেক শিক্ষার্থী, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি

 

ঢাকা, ১২ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ