Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গ্রীন ইউনিভার্সিটির সামনে তোয়ালে মোড়ানো নবজাতক!

প্রকাশিত: ২৭ মে ২০১৮, ০৭:৪৭

লাইভ প্রতিবেদক : রাজধানীর বেগম রোকেয়া সরণীতে গ্রীন ইউনিভার্সিটির সামনের রাস্তা থেকে তোয়ালে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। কাফরুল থানা পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এলাকার সাজু মিয়া নামের একজন জানান, গ্রিন ইউনিভার্সিটির সামনে রাস্তার আইল্যান্ডে মেট্রোরেলের মধ্যবর্তী স্থান থেকে প্যাম্পাস পরা এবং তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন তিনি।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) পুলক কুমার দাস মজুমদার জানান, নবজাতকটি হাসপাতালের ২১১ নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির ওজন তিন কেজি আটশ গ্রাম। শিশুটি ভালো আছে। তার চিকিৎসা চলছে।

ঢাকা, ২৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ