Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইটেম গানে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সেই ছাত্রী!

প্রকাশিত: ২৫ নভেম্বার ২০১৬, ১৭:২৪

শোবিজ লাইভ : ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয়েছে চট্রগ্রামে। পরে এসএসসি পরীক্ষা পর্যন্ত পড়াশোনা করেছেন খুলনার বিএন স্কুল এন্ড কলেজে। সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ থেকে এইচএসসি শেষ করেছেন তিনি।

এরপর চলে আসেন ঢাকায়, ভর্তি হন স্টামফোর্ড ইউনিভার্সিটিতে। গেল বছর তিনি ইংরেজিতে অনার্স শেষ করেছেন তিনি।

বলছি সুপার হিরোইন লামিয়া মিমোর কথা। বাবার স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে নৌবাহিনীর অফিসার হবে। মা পারভিন সুলতানা চাইতেন, মিমো হবে ডাক্তার। তবে মিমোর নাচের প্রতি দুর্বলতা ছিল। সেই দুর্বলতা থেকেই পা বাড়িয়েছেন মিডিয়া জগতে। তিনি এখন বিনোদন জগতের জনপ্রিয় তারকা।

এবার তিনি আইটেম গানে নাম লিখিয়েছেন। ‘সোনাবন্ধু’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই ছবির আইটেম কন্যাদের তালিকায় নাম উঠেছে তার। দ্বিতীয়বারের মতো আরেকটি ছবির আইটেমকন্যা হিসেবে পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন তিনি।
 
ছবিটির নাম ‘ঢাকা অ্যাটাক। দীপংকর দীপন পরিচালিত ছবিটির আইটেম গানটিতে মিমোর সঙ্গে দেখা যাবে নবাগত নায়ক জনকে। সম্প্রতি এফডিসির কড়ইতলায় আইটেম গানটির শুটিং ধারণ করা হয়েছে।
 
তানজিলের কোরিওগ্রাফিতে ‘টিকাটুলির মোড়ে’ গানের সঙ্গে নাচতে দেখা যাবে মিমোসহ একঝাঁক তরুণ-তরুণীকে।
 
মিমো বলেন, ‘বর্তমানে আইটেম গান ছবির অন্যতম প্রধান আকর্ষণ। এই ছবির আইটেম গানটি গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাখা হয়েছে। বেশ আয়োজন করেই শুটিং করা হয়েছে গানটির। এতে পারফর্ম করে আমারও দারুণ লেগেছে। আশা করি দর্শকরাও ইনজয় করবেন।
 

ঢাকা, ২৫ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ