Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মোবাইল গেম আইডিয়া উদ্ভাবন কর্মশালা

প্রকাশিত: ২৫ নভেম্বার ২০১৬, ০২:১২

লাইভ প্রতিবেদক: দেশের যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে মোবাইল গেমিং এবং বিশ্ববাজারে বাংলাদেশের অংশ গ্রহণ আরও দৃঢ় করার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘জাতীয় পর্যায়ে মোবাইল গেম উন্নয়ন কর্মসূচি’ গ্রহণ করেছে।

প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১০ হাজার ডেভেলপার তৈরিসহ নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এজন্য পূর্ণাঙ্গ অ্যাপস ডেভেলপার হিসেবে ৮ হাজার ৭৫০ জনকে এবং গেমিং অ্যানিমেটর হিসেবে ২ হাজার ৮০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০টি কর্মশালার আয়োজন করা হবে।

এরই অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘মোবাইল গেম আইডিয়া উন্নয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ভিসি প্রফেসর ড. এমএম শহিদুল হাসান, জাতীয় পর্যায়ে মোবাইল গেম উন্নয়ন কর্মসূচির পরিচালক নবির উদ্দিন, অ্যাপনোমেট্রি লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল অগ্রযাত্রার বাংলাদেশে বর্তমানে ১৩ কোটির অধিক মোবাইল গ্রাহক রয়েছে। যার মধ্যে প্রায় ছয় কোটি ব্যবহারকারী তাদের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন। আর এই ইন্টারনেট ব্যবহার করে সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণের মাধ্যমে তাদের জীবনযাত্রাকে ত্বরান্বিত করতে পেরেছেন।

এক্ষেত্রে সেবা প্রাপ্তিতে সরকারি-বেসরকারি পর্যায়ে তৈরি করা বিভিন্ন অ্যাপস ভূমিকা রাখছে। অন্যদিকে বিনোদনের ক্ষেত্রে মোবাইল গেম ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, চলতি বছরে বিশ্ববাজারে মোবাইল গেমের চাহিদা প্রায় ১০০ বিলিয়ন ডলার, যেখানে মোবাইল গেমের বাজার রয়েছে ৩৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। সেই বাজার ২০১৮ সালের মধ্যে ১১৩ বিলিয়ন ডলার অতিক্রম করবে, যেখানে ৪৪ দশমিক ২ বিলিয়ন ডলার আসবে শুধু মোবাইল গেম থেকে। সেই বড় বাজারে বাংলাদেশকে নেতৃত্বস্থানীয় অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি।


ঢাকা, ২৪, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ