Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্টামফোর্ডে ফার্মেসি বিভাগের ৫১ ব্যাচের র‍্যাগ ডে

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০১৬, ১৭:৩৭

এসইউবি লাইভ : স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ব্যাচ ৫১ এর বিদায়ের পর্ব। প্রায় প্রতিটি বিভাগের শিক্ষার্থী প্রস্তুত ব্যাচের শেষযাত্রার চমৎকার প্রস্তুতিতে। এরমধ্যেই প্রথম ডিপার্টমেন্ট হিসেবে ফার্মেসি বিভাগের ৫১ব্যাচ করেছে তাদের র‍্যাগ ডে।

মঙ্গলবার সিদ্ধেশরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ফার্মেসী ৫১ব্যাচের র‍্যাগ ডে। এদিনে ভবিষতের ফার্মাসিস্টরা সাজিয়েছিল তাদের প্রিয় ক্যাম্পাস প্রাঙ্গণকে, তারা জানান দিতে চেয়েছে তারা আজ গ্রাজুয়েট।

দিনের শুরুতে বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম মুমুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানস্থলে এসে শিক্ষার্থীদের আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড.বিদ্যুৎ কান্তি দত্ত। এসময় বিভাগের সকল ফ্যাকাল্টি উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান ড. বিদ্যুৎ কান্তি দত্ত বলেন, একজন ভালো ফার্মাসিস্ট থেকে একজন ভালো মানুষ হওয়া জীবনে জরুরী। তিনি প্রত্যেককে সৎভাবে জীবনযাপনের উপদেশ দেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিভাগের এসিস্টেন্ট প্রফেসর মো.আল-মামুন বলেন, ফার্মেসি ৫১ এর এই অনুষ্ঠানটি আমার দেখা সেরা পোগ্রাম। তিনি সবার ভবিষৎ সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষাংশে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাস্কৃতিক অনুষ্ঠান, যেখানে থাকে নৃত্য, গান, কৌতুক ইত্যাদি।

ক্যাম্পাসের শেষবেলাটিকে সুন্দর করে বিদায় জানাতে পেরে দেখা গেলো স্বস্তি অনুষ্ঠানটিকে নিয়ে কাজ করা সিয়াম, আকাশ আর আশিকদের মুখে।



ঢাকা, ২৩ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ