Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কর্ণফুলী রেজিমেন্ট’র বৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রকাশিত: ১৮ নভেম্বার ২০১৬, ২১:১৮

লাইভ প্রতিবেদক: কর্ণফুলী রেজিমেন্ট’র ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) উদ্যোগে মেধাবী ক্যাডেটদের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সাদার্ন ইউনিভার্সিটির হল রুমে রুমে অনুষ্ঠিত হয়েছে।

কর্ণফুলী রেজিমেন্ট’র কমান্ডার লে.কর্নেল শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। আরও উপস্থিত ছিলেন মেজর মনজুর, ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ক্যাপ্টেন কাজী নাজমুল হুদা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ও প্লাটুন কমান্ডার পিইউও আতিকুর রহমান এবং অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন শিক্ষার্থীকে (ক্যাডেটদের) সম্মাননাসহ বৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান বলেন, সুশৃঙ্খল জীবন গড়তে ও সব ক্ষেত্রে মেধাকে বিকশিত করার জন্য বিএনসিসি সব সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনী আদর্শ, দেশপ্রেম ও নিরলস শ্রম দিয়ে দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে বিশ্বের কাছেও নন্দিত করেছে আমাদের এ গৌরব উজ্জ্বল বাহিনী। তোমরা শিক্ষার্থী ক্যাডেটরাও দেশকে ভালোবেসে নিরলস ভাবে কাজ করে যাবে এটাই প্রত্যাশা করছি।

কর্নফুলী রেজিমেন্ট’র কমান্ডার লে.কর্নেল শফিকুর রহমান বলেন, বৃত্তিপ্রাপ্ত মেধাবী ক্যাডেটদের আন্তরিক অভিনন্দন। একাডেমিক শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে নিজ যোগ্যতা দিয়ে দেশকে এগিয়ে নেবে। তোমরাই গড়বে আগামীর স্বপ্নের বাংলাদেশ।

ঢাকা, ১৮, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ