Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আশাইউবিতে চাকুরী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০১৬, ০৮:২১



আশাইউবি লাইভ: আজ সমবার আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি) তে "Career Opportunity in Banking Sector" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিানরে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক ব্যাংক লিমিটেড-এর রিটেল সেলস বিভাগের প্রধান জনাব মোঃ কায়সার হামিদ।

সেমিনারে সভাপতিত্ব করেন আশাইউবি’র ভিসি প্রফেসর ড. ডালেম চন্দ্র বর্মণ। সেমিনারে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রাক ব্যাংক লিঃ-এর মিস লামিয়া বুশরা, হেড অব রিক্রুটমেন্ট এন্ড রিলেশনশীপ, হিউমেন রিসোর্স ডিভিশন, জনাব তৌহিদুর রহমান চৌধুরী, হেড অব সেলস গর্ভনেন্স এন্ড বিজনেস এনালাইটিকস, রিটেই সেলস, রিটেইল ব্যাংকিং ডিভিশন, জনাব জসিম উদ্দিন চৌধুরী, হেড অব সেলস-পার্সনাল লোন, রিটেইল সেলস, রিটেইল ব্যাংকিং ডিভিশন।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের ব্যাংকিং সেক্টরে চাকুরীর প্রচুর সুযোগ রয়েছে। প্রতিবছর এই সেক্টরে কর্মীর চাহিদাও বাড়ছে। আলোচকগণ ব্যাংকিং সেক্টরের চাকুরী জন্য শিক্ষার্থীদের নিজেকে তৈরীর নানা দিক নিয়ে আলোচনা করেন।

সেমিনারের দ্বিতীয় অংশে এক প্রশ্নত্তোর পর্বে আলোচকগণ ব্যাংকিং সেক্টরে চাকুরী বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হেলাল উজ জামান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আবু দাউদ হাসান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। আশাইউবি’র রেজিস্ট্রার জনাব মোঃ খালেকুজ্জামান সেমিানরে স্বাগত বক্তব্য রাখেন।

সেমিনারে আশাইউবি’র এডিশনাল রেজিস্ট্রার জনাব মোঃ আশরাফুল হক চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষাকবৃন্দ অংশ গ্রহণ করেন।


ঢাকা, ২৬ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ