Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এমপির মেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ছুরিকাঘাত

প্রকাশিত: ১৭ ডিসেম্বার ২০১৭, ১৮:২৭

বাগেরহাট লাইভ : রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। সদ্য এলএলবি পাস করেছেন তিনি। মা বাগেরহাটের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তবুও যেন তার জীবনের নিরাপত্তা নেই তার। সংসদ সদস্যর মেয়ে হয়েও হামলার শিকার হতে হয়েছে তাকে। বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পথে শনিবার রাতে অদিতি বড়াল নামে ওই ছাত্রী হামলার শিকার হয়েছেন। তিনি সংসদ সদস্য হেপী বড়ালের মেয়ে। অদিতি বড়ালকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বাগেরহাটের শালতলা এলাকার আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবসের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে রাতে বাড়িতে ফেরার সময় অদিতির ওপর হামলা হয়।

হেপী বড়াল বলেন, তার বড় মেয়ে অদিতি বড়াল (২৬) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি শেষ করেছেন। বড় মেয়েকে নিয়ে আজ তিনি বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি সমাবেশে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার আগে অদিতি বাড়ি ফিরতে চান। তখন তিনি (সাংসদ) নিজের গাড়ির চালককে বলেন অদিতিকে বাসায় পৌঁছে দিতে। অদিতি অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে গাড়ির কাছে যাওয়ার সময় তার ওপর হামলা হয়।

অদিতি বড়াল বলেন, আমলাপাড়া স্কুলে থেকে গাড়ির কাছে যাওয়ার সময় এক যুবক প্রশ্ন করে, আপনি কি হেপী বড়ালের মেয়ে? হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবক।

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন অরুণ চন্দ্র মণ্ডল জানান, অদিতির পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।

উল্লেখ্য, অদিতি বড়ালের বাবা ছিলেন চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান। ২০০০ সালে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

ঢাকা, ১৭ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ