Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
সৌদির সাথে মিল, কয়েক জেলায় ঈদ

গ্লোবাল ঈদ উদযাপন

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ২২:৫৩

গ্লোবাল ঈদ উদযাপন

লাইভ প্রতিবেদক: সারা দুনিয়ায় নতুন সুর উঠেছে। নতুন রব উঠেছে। সবার মুখে মুখে গ্লোবাল ঈদের কামনা বাসনা। সকলেই চান ঈদ পৃথিবীর সব দেশেই একসঙ্গে উদযাপন হোক এটাই আজকের দাবী। আবার কেউ কেউ বলছে সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এসময় বিভিন্ন জায়গায় ঈদের জামাতসহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়।

টাঙ্গাইল : টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনারা গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। উপজেলার শশীনাড়া গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশেগুলোর সঙ্গে মিল রেখে প্রায় ১০ বছর যাবত ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুটি ঈদ উদযাপন করে আসছে।

বরিশাল: বরিশাল জেলার ৬টি উপজেলার বিভিন্ন গ্রামে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালন হচ্ছে। জেলার বিভিন্ন গ্রামে বসবাসরত চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

দিনাজপুর: দেশের দিনাজপুর জেলায় আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন পাঁচটি উপজেলার প্রায় দুই হাজার পরিবার। শুক্রবার সকাল ৮টায় শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদের প্রধান নামায অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বিরল ফ্যামিলি কেয়ার ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক। এই নামাজে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। জামাতে নারীদের পৃথক নামাজের ব্যবস্থা করা হয়।

এছাড়াও চিরিরবন্দর উপজলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলা জয়নন্দ গ্রাম, ১৩ মাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৫টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন। সকাল ৮টায় দক্ষিণ বলারদিয়ার গ্রামে মাস্টার বাড়ি জামে মসজিদ ঈদগাঁ মাঠে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে আজিম উদ্দিন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

সাতক্ষীরা: সাতক্ষীরা বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় সাতক্ষীর সদর উপজেলার বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে মাওলানা মোহাব্বত আলীর ইমামতিতে সেখানে নামাজ আদায় করেন মহিলাসহ ৬৫-৭০ জন মুসুল্লি।

তাছাড়া এবছর জেলার কমপক্ষে ১০টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের আয়োজন করা হয়। সদরের বাউকোলা, ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, তালার ইসলামকাটি, কলারোয়ার সোনাবাড়িয়া, খলিলনগরসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা নামাজ আদায় করেছে ।

নোয়াখালী: নোয়াখালীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে ৫টি মসজিদের মুসল্লিরা। সকাল ৯টায় জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের মুন্সী বাড়ি জামে মসজিদ, জিরতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফাজলিপুর গ্রামের পাটোয়ারী বাড়ি মসজিদ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়ণপুর গ্রামের দায়রা বাড়ি কাছারি ঘর, হরিণারায়নপুর দায়রা শরীফ জামে মসজিদ ও পশ্চিম সাহাপুর মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ২০টি গ্রামের প্রায় ২ হাজার অনুসারীসহ জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জের সুন্দরকাঠী, মহানগরীসহ সদর উপজেলার প্রায় ৫ হাজার অনুসারী প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ঈদ উদযাপন করেছে।

পটুয়াখালী: পটুয়াখালী জেলার ২২ গ্রামে শুক্রবার আগাম ঈদ উদযাপন করছেন অসুসারীরা। জেলার সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদ ও কলাপাড়ার উত্তর নিশান বাড়িয়া শাহ্ সূফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার রাতে সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় ঈদ উদযাপনের সিদ্ধান্ত হয়। পরে রাতে সাদ্রা এলাকায় ঈদ জামাতের জন্য মাইকিং করা হয়। শুক্রবার সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবারের পীর মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী।

ঈদ উদযাপন সম্পর্কে তিনি বলেন, পৃথিবীর যেকোন স্থানে প্রথম চন্দ্র দর্শনের ভিত্তিতে আমরা ঈদ উদযাপন করে থাকি। সবাইকে এটি মেনে নিয়ে একসঙ্গে ঈদ উদযাপনের আহ্বান জানাই। এরপর সকাল দশটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা ঈদগা ময়দানে। এখানে ইমামতি করেন পীর মো. আরিফ চৌধুরি। সাদ্রা দরবার শরিফের অনুসারীরা প্রায় ৯৪ বছর ধরে এভাবে রোজা, দু'টি ঈদ উদযাপন করছেন।

জানা গেছে, ১৯২৮ সালে হাজীগঞ্জ রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের উদ্যোগ নেন। কিন্তু স্থানীয়দের অসহযোগিতার মুখে তা ভেস্তে যায়। সরকারি নিয়মের বাইরে গিয়ে একদিন আগে ঈদ পালনের উদ্যোগ নেওয়ায় অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। ওই বছরই নিজ গ্রাম সাদ্রায় ফিরে আসেন তিনি। চালু করেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন প্রথা চালু। পরে তিনি দরবার শরিফ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

সাদ্রা ছাড়াও একদিন আগে ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম। এ ছাড়া চাঁদপুরের পাশের নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও শরীয়তপুর জেলার কয়েক

ঢাকা, ২১ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ