Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে ছাত্রদলের সংঘর্ষ

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৭, ০২:৫৪

 

লাইভ প্রতিবেদক: রাজশাহীতে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজশাহী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছেন তিনজন। 

এদিকে ছাত্রদলের এ সংঘর্ষের মধ্যেও বিএনপির অনুষ্ঠান চলে। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সমালোচনা করেন। এরপর সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হয়।

শনিবার বিকেলে জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। অনুষ্ঠানে দলের রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতসহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতারা অংশ নেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরু হলে একের পর এক নেতা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকো বক্তব্য দিতে চান। কিন্তু তাঁকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। এ সময় তাঁর অনুসারীরা অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু করেন।

এ সময় ছাত্রদলের অপর অংশের নেতাকর্মীরা তাঁদের বাধা দেন। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে কমিউনিটি সেন্টারের বাইরেও। দুই পক্ষের মধ্যে ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে অন্তত তিন নেতাকর্মী আহত হন। এর কিছুক্ষণ পর সংঘর্ষ থামে। 

এ বিষয়ে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, সংঘর্ষ ঘটেছে কমিউনিটি সেন্টারের ভেতরে। পুলিশ এসময় বাইরে দায়িত্ব পালন করছিল।  

 

ঢাকা, ২২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ