Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রার্থী করা হবে’

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৭, ০৪:৫৮

 

লাইভ প্রতিবেদক:  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আগামী নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইছেন তাদের সম্পর্কে গোপনীয় তথ্য নেত্রীর কাছে যাবে, জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই প্রার্থী করা হবে।' 

রবিবার নগরীর বাকলিয়ায় কে.বি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশ প্রতিটি ভোটকেন্দ্রে এখনই নির্বাচনী কমিটি গড়ে তুলুন। আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। সকল জেলা, উপজেলা, ওয়ার্ড ইউনিয়নের সাধারণ সম্পাদকবৃন্দ এখন থেকে এই কাজ শুরু করুন। তিনি দলীয় নেতাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, 'ভাল লোকদের দলে আনুন। দল ভারি করতে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী সাম্প্রদায়িক ব্যক্তিরা যেন আওয়ামী লীগের সদস্য না হয়।' 

এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সংগঠনের ভিতরে দেখা গেছে অনেকেই নিজেরা নিজেদের বিরুদ্ধে এমনভাবে কথা বলেন, শুনে মনে হয় আপন দলের লোক বিএনপি'র লোকদের চেয়েও বড় দুশমন।' 

ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগের পরাজয় হলে বিএনপি এবং তার দোসররা ২০০১ সালের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠবে। দেশের পরিস্থিতি অন্ধকারে নিপতিত হবে। তারা আবারো সে সময়ের মতো খুন, লুণ্ঠন ও একুশে আগস্টের মতো ঘটনা ঘটাবে। তারা ওইবার ক্ষমতায় এসে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলো। এই নৃশংসতার পুনরাবৃত্তি করবে তারা। এই কথা যদি মনে করেন তাহলে আওয়ামী লীগের ভিতরে কেউ অনৈক্য করবেন না।' 

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক মফিজুর রহমানের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যথাক্রমে সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, নজরুল ইসলাম চৌধুরী এমপি, আবু রেজা মোহাম্মদ নদভি এমপি, শামসুল হক চৌধুরী এমপি এবং মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি প্রমুখ।

 

ঢাকা, ১৬ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ