Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘বিএনপি নেতাদের বক্তব্য হচ্ছে গ্রামের রগচটা মোড়লদের মতো’

প্রকাশিত: ১০ জুলাই ২০১৭, ০০:৫৮

 

লাইভ প্রতিবেদক: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের গ্রাম দেশে মোড়লরা কয় ‘কইছি তো কইছি, আমি আমার কথা থেকে সরমু না’। এই তেল-গ্যাস বিদ্যুৎ কমিটির যারা কর্ণধর আর বিএনপি নেতাদের বক্তব্য হচ্ছে গ্রামের রগচটা ওই মোড়লদের মতো। অবিবেচক মোড়লের মতো হচ্ছে তাদের আচরণ। 

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উন্নয়ন বিরোধী ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এ সমাবেশ ও মানববন্ধনে ড. হাছান মাহমুদ বলেন, ইউনেস্কো আপত্তি প্রত্যাহার করল, আর ওনারা বললেন আমাদের আন্দোলন থামবে না। কারণ তাদের তো আর কোনো ইস্যু নাই। 

তিনি বলেন, বাংলাদেশে তিন প্রকারের বুদ্ধিজীবী আছে। সর্বজ্ঞানে জ্ঞানী বুদ্ধিজীবী, বিশেষ ভাবে অগ্রগামী বুদ্ধিজীবী এবং বিশেষ কারণে অগ্রগামী বুদ্ধিজীবী। এসব বিশেষ অগ্রগামী বুদ্ধিজীবীদের কারণে আজকে জনগণ বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছেন। তাদের হাত থেকে দেশকে রক্ষা করা প্রয়োজন। 

সাবেক এই বন ও পরিবেশ মন্ত্রী বলেন, বিএনপির কোন ইস্যু নাই, তারা একটা পরগাছা দল। বিএনপির যেহেতু কোনো ইস্যু নায় তাই তারা তথাকথিত সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির ব্যানারে পরিচালিত আন্দোলনে সমর্থন দিয়েছে। 

তিনি অভিযোগ করেন, ওই সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি সারা পৃথিবীব্যাপী লবিং করে ৪০টির মতো পরিবেশবাদী সংগঠনকে নিজেদের সঙ্গে সংযুক্ত করেছে। যাতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য সুন্দরবকে বিপন্ন হেরিটেজ হিসেবে ঘোষণা করে।

 

ঢাকা, ০৯ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ