Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘আ’লীগের বিদায় হলে নেতা-কর্মীদের সন্ধান পাওয়া যাবে’

প্রকাশিত: ২১ জুন ২০১৭, ০৪:১৬

লাইভ প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আওয়ামী লীগ সরকার বিদায় হলে নিখোঁজ নেতা-কর্মীদের সন্ধান পাওয়া যাবে। ‘আমরা এখনও আশা করি, তারা (নিখোঁজ) আছে, একদিন ফিরে আসবে। 

মঙ্গলবার রাজধানীর গুলশানে হোটেল লেক সোরে ‘গুম’ ও ‘খুন’ হওয়া দলের নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকেও ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কয়েক মাস পর তাকে তার বাড়ির কাছে ফেলে দিয়ে গেছে। এরকম আরেকজন হলো খোকন।’ আওয়ামীলীগ সরকার আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ‘গুম’ করছে।   

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, তারা (সরকার) ভেবেছে, বিএনপিকে শেষ করতে গেলে এসব ভালো ছেলেদের শেষ করে ফেলতে হবে, তাহলে বিএনপি দুর্বল হবে, বিএনপির কিছু হবে না। তারা আজীবন ধরে ক্ষমতায় থেকে এসব কর্মকাণ্ড চালিয়ে যাবেন। সেজন্য তারা এসব কাজ করছে ক্ষমতায় আসার পর থেকেই। 

‘এর আগেও তারা (আওয়ামী লীগ) এসব করেছিলো, কিন্তু এ রকম হয়নি। এবার ক্ষমতায় এসে যা করেছে তা অবর্ণনীয় ও অকল্পনীয়।’ 

নিখোঁজ নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘যারা হারিয়ে গেছে, তারা শুধু আপনাদের ছেলে নয়, আমাদেরও ছেলে। তাদের স্নেহ করতাম, ওরা দলের জন্য অনেক কষ্ট করেছে।’ 

আলোচনা সভা শেষে নিখোঁজ ও খুন হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন বেগম খালেদা জিয়া। 

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা আমিরুজ্জামান খান শিমুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ ইফতারে অংশ নেন।

 

ঢাকা, ২০ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ