Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘মওদুদের ব্যর্থতায় খালেদাও বাড়ি হারিয়েছেন’

প্রকাশিত: ১৪ জুন ২০১৭, ০৫:৫৩

 

লাইভ প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আইনি যুক্তির ব্যর্থতায় মওদুদ আহমদ নিজে এবং তার দলের প্রধান খালেদা জিয়ার বাড়িটিও হারিয়েছেন। মওদুদ বিএনপি যা বলছে, সেসব কথায় মানুষ হাসছেন। আপনার বাড়ি সরকার নিয়ে যায়নি। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে বাড়ি ছাড়তে হয়েছে।’ 

মঙ্গলবার তাঁতী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

‘খালেদা জিয়ার বাড়ি ও নিজের বাড়ি- দুই মামলারই ফাইট করেছেন মওদুদ নিজেই। তাহলে প্রশ্ন থাকে, আপনার দুর্বল যুক্তির জন্যই কি বাড়ি চলে গেল?’ 

‘আদালতের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালাচ্ছে’ দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আদালত স্বাধীনভাবে কাজ করছে- একথা আপনারাই বলেন। আবার যখন নিজেরা হারেন তখন বলেন, আদালত সরকারের কথায় রায় দিচ্ছে। আদালতের বিরুদ্ধে এসব অপপ্রচার বন্ধ করুন।’ 

বিএনপির আন্দোলনের ডাককে ‘আষাঢ়ের তর্জন-গর্জন’ দাবি করে কাদের বলেন, ‘বিএনপির কমিটিতে ৫৯৬ জন নেতা আছেন। ওনারা একসঙ্গে মাঠে নেমে মিছিল করতে পারেন না। নেতারা মাঠে না নামলে কর্মীরা কীভাবে মাঠে নামবেন? বিএনপির আন্দোলন আষাঢ়ের তর্জন-গর্জন। বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখেন।’ 

তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ ও কার্যকর সভাপতি সাধনা দাশ গুপ্তা।

‘বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ নেতাদের বিভীষিকাময় দিন আসবে’ জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে আবার সেই বিভীষিকাময় দিন ফিরে আসবে। আপনাদের মনে আছে সেই ২০০১ সালের কথা। তারা (বিএনপি) আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি পুড়িয়েছিল, পুকুরের মাছ ও গবাদিপশু ধরে নিয়েছিল। আর এখন বিএনপিনেত্রী বলছেন, ক্ষমতায় আসলে এক কাপড়ে বের করে দেবে। বুঝতে পেরেছেন, বিএনপি আবার ক্ষমতায় আসলে তারা কত ভয়ঙ্কর হবে?’ 

দেশের বিভিন্ন স্থানে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী সুইডেনে যাওয়ার আগে আইন-শৃঙ্খলা বাহিনী ও আমাকে বলে গেছেন, সরকারি ও দলীয়ভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য।

 

ঢাকা, ১৩ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ